বর্তমানে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি। শুধুমাত্র যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবেই নয়, অফিসের কাজ থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা ইত্যাদি একাধিক কাজ আমরা মোবা’ইল ফোনের মাধ্যমে সম্পন্ন করি। বর্তমান যুগে করোনা চলাকালীন মোবাইল ফোন পড়াশোনার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবনে মোবাইল ফোন এমন এক অঙ্গ দাঁড়িয়েছে যা হারিয়ে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখন আর কোন চিন্তার কারন নেই।
বর্তমানে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট ইক্যুইপমেন্ট ইনডেন্টিটি রেজিস্টার্ড (CEIR) নামে প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের সাহায্যে চুরি হয়ে যাওয়া মোবাইলটি খুব সহজে ব্লক করতে পারবেন। আপনি যদি মোবাইল ফোনটি কোন দিন ফিরে পান তখন আমি মোবাইলটি আনলকও করতে পারবেন। এই প্রকল্পটি চুরি হয়ে যাওয়া ফোনগুলি সনাক্তকরণ এবং চুরি কমানোর লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে।
ফোন যেভাবে ব্লক করবেন:
১. https://www.ceir.gov.in/Home/index.jsp ওয়েবসাইটে গিয়ে ফোনটি Block করতে হবে।
২. লাল রঙের একটি বোতাম দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে হোমপেজে ব্লক স্টেলেন / লস্ট মোবাইলের অ্যাক্টিভ ফ্রম ওপেন (From Open) হবে।
৩. মোবাইল নাম্বার, কোন সংস্থা এবং মডেল, চুরি হওয়া ফোন বিল, আইএমআই ১/আইএমআই ২-এর মতো তথ্য সেখানে দিতে হবে।
৪. যাবতীয় তথ্য দেওয়ার পর এটি জমা দিতে হবে।
যেভাবে ফোন আনলক করবেন:
এমন অনেকবার হয়, হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটি ব্লক করার পর খুঁজে পান। কিন্তু তখন ফোনটি পূর্বের মতো আর ব্যবহার করতে পারেন না। ব্যবহার করার জন্য প্রথমে ফোনটিকে আনলক করতে হবে। আনলক করার পদ্ধতিটি হলো-
১. https://www.ceir.gov.in/Home/index.jsp ওয়েবসাইটে যেতে হবে।
২. সবুজ রঙের Un-block Found Mobile লেখা একটি বোতাম থাকবে। বোতামটি ক্লিক করলে একটি পেজ ওপেন হবে।
৩. ব্লক করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, সেটা সহ সমস্ত তথ্য Fill up করতে হবে।
৪. সেখানে আরেকটি মোবাইল নম্বর দিতে হবে। সেই নাম্বারে একটা ওটিপি আসবে। তারপর সব পূরণ করে জমা দিতে হবে।