চাষীদের জন্য এল এক খুশির খবর। চাষীদের সাহায্য করার জন্য সরকার সর্বদা তৎপর থাকে। এরই মধ্যে হরিয়ানা সরকার চাষীদের আয় দ্বিগুণ করার জন্য পশু কিষান ক্রেডিট কার্ড যোজনা (Pashu Kishan Credit Card Scheme) শুরু করতে চলেছে। এর মাধ্যমে চাষীদের নানা রকমের সুবিধা দেওয়া হবে।
পশু কিষান ক্রেডিট কার্ড
এই পশু কিষান ক্রেডিট কার্ড কেন্দ্র সরকারের (Central Government) কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতোই। এর মাধ্যমে গরু, ভেড়া, ছাগল ও মুরগি প্রতিপালনের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এছাড়াও এই পশু কিষান ক্রেডিট কার্ডের সাহায্যে ১.৬ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার জন্য কোন গ্যারেন্টি লাগবে না।
চাষীদের সাহায্য করার জন্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। ব্যাংকার্স কমিটি (Bankers Committee) সরকারকে এই বিশ্বাস দিয়েছে যে, প্রত্যেকটি আবেদনকারী এই পশু কিষান ক্রেডিট কার্ডের যোজনার লাভ উঠাতে পারবে। আসুন জানা যাক সরকারের এই যোজনা সম্পর্কে।
কোন পশুর জন্য কত টাকা পাওয়া যাবে?
• গরু – ৪০,৭৮৩ টাকা প্রতি গরু পিছু পাওয়া যাবে।
• মোষ – ৬০,২৪৯ টাকা প্রতি মোষ পিছু পাওয়া যাবে।
• ছাগল ও ভেড়া – প্রতি ছাগল বা ভেড়া পিছু ৪০৬৩ টাকা পাওয়া যাবে।
• মুরগি – ডিম দেওয়া প্রতি মুরগি পিছু ৭২০ টাকা পাওয়া যাবে।
অত্যাবশ্যক কাগজপত্র
• আবেদনকারীকে অবশ্যই হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদনকারীর ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে।
• আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে।
• আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো লাগবে।
এই পশু কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে। এই লোনের সুদ দিতে হবে ৪%। তবে কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে, এই সুদে ৩% ছাড় দিতে হবে।