বাংলায় আগামী কয়েক মাসের মধ্যেই হতে চলেছেন বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচন হবে হাড্ডাহাড্ডি। বাংলা ছাড়াও আসাম, তামিলনাড়ু ,পুদুচেরি, ও কেরালা তেও হবে বিধানসভা নির্বাচন। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন হতে চলেছে সবচেয়ে আকর্ষণীয়।
বাংলার উপর বিশেষ নজর রাখছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর এপ্রিল-মে মাসে নাগাদ হতে চলেছে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন এবার ভুয়ো ভোটের উপর বিশেষ নজর রাখতে চলেছে। ছাপ্পা ভোট রুখতে নির্বাচন কমিশন আনতে চলেছে নতুন সিস্টেম।
ভারতের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচন কমিশন ‘বুথ মোবাইল অ্যাপ্লিকেশন’ এর ব্যবহার শুরু করতে চলেছে। মঙ্গলবার নির্বাচন কমিশন নতুন সিস্টেম ব্যবহার করার কথা জানান।
ভারতের নির্বাচন কমিশনের সিস্টেম ব্যবহার করে ভোট কেন্দ্রে ঢোকার আগে ভোটার স্লিপ এ কিউ আর (QR code) কোড দিয়ে ভুয়ো অথবা ছাপ্পা ভোট রুখতে চলেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর খুব তাড়াতাড়ি এই সিস্টেমকে বাস্তবায়িত করা হবে। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন প্রক্রিয়াকরণের স্তরে রয়েছে। এখনো সেই রকম ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি এই সিস্টেমের বিষয়। তবে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছেন এই প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জোর কদমে কাজ চলছে।