Skip to content

কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ এবার থেকে চালু হচ্ছে জমির আধার নম্বর

বর্তমানে জমি সংক্রান্ত বিবাদ প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা রুখতে কেন্দ্র সরকার নতুন চিন্তা ভাবনা করছে।কেন্দ্র সরকার জমির জন্য আধার ব্যবস্থা শুরু করার কথা ভাবছে। অর্থাৎ আমাদের যেমন পরিচয়ের জন্য একটি করে আধার নাম্বার থাকে ঠিক সেইরকম জমির আইডেন্টিফিকেশন এর জন্য 14 ডিজিটের আধার নম্বর চালু করার কথা ভাবছে কেন্দ্র। মূলত জমির সমস্ত তথ্য একত্রীকরণ করতেই কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

চলতি বছরের মধ্যেই সমস্ত জমি ও প্লটের নিজস্ব আইডি নম্বর থাকবে। এর ফলে জমির সাথে জমির কোর্ট পত্র আছে কিনা, ব্যাংক লিঙ্ক সংক্রান্ত ইত্যাদি তথ্য জানা যাবে। কেন্দ্রের জমির উপর আধার তৈরি করার মূল লক্ষ্য 14 ডিজিটের আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করা। এই পরিকল্পনা চলতি বছরের শুরু ও শেষ করার কথা ভাবছে কেন্দ্র। এবং ইতিমধ্যেই সংসদের এই পরিকল্পনার খসড়া জমা করা হয়েছে।

জমি

আধার

Digital India Land Records Modernisation programme এর আওতায় এই পরিকল্পনাকে রাখা হবে। এই পরিকল্পনা এই প্রথমবার নেওয়া হয়নি এর আগে কংগ্রেসের সরকারের সময়ে 2008 সালে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি।

জমির আধার

ভারতের দশটি রাজ্যে ইতিমধ্যে The Inique Land Parcel Identification Number নামে এই স্কিম টি চালু করা হয়েছে। উক্ত পরিকল্পনা অনুযায়ী জমির একটি করে আইডেন্টিফিকেশন নম্বর জারি করা হয়েছে যাকে আমরা জমির আধার নম্বর ও বলতে পারি। কেন্দ্রের প্রধান উদ্দেশ্য দেশের সমস্ত প্রান্তে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা।বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জমি সংক্রান্ত সমস্ত সমস্যা তথা জালিয়াতি ,কারচুপি অনেকাংশে কমে যাবে।

Share