সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) এর তরফ থেকে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রায় 12 দিন ব্যাঙ্ক (bank holiday) গুলিতে ছুটি থাকবে। তবে এই 12 দিনে সাপ্তাহিক ছুটি গুলিও যুক্ত আছে। সাত দিন ছুটি থাকছে বিভিন্ন রাজ্যের ধর্মীয় উৎসব উপলক্ষে এবং বাকি ছুটি গুলি সাপ্তাহিক ছুটি। কোন কোন দিন ছুটি থাকছে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেপ্টেম্বর মাসের সবচেয়ে বড় উৎসব রয়েছে গণেশ চতুর্থী। তবে রাজ্য বিশেষে ব্যাংক (Bank) গুলিকে এই উৎসবে ছুটি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এমন নয় যে সব ব্যাংকেই ছুটি থাকবে। আগামী 10 সেপ্টেম্বর, শুক্রবার বিশেষ কয়েকটি শহরে খুব ধুমধাম করে পালিত হবে গণেশ চতুর্থী। ভুবনেশ্বর, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুর, বেলাপুর, নাগপুর, পানাজি,মুম্বাই ও হায়দ্রাবাদ এই নয়টি শহরে ব্যাঙ্কগুলি ছুটি থাকতে চলেছে। পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি।
5 ই সেপ্টেম্বর পড়ছে রবিবার। RBI এর ছুটির তালিকা অনুসারে ছুটি শেষ হচ্ছে 21 সেপ্টেম্বর। ওই দিনটি হলো শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস। তিরুবনন্তপুরম ও কোচি এই দুটি জায়গায় এই উৎসব পালন করা হয়। যদিও 25 ও 26 শে সেপ্টেম্বর পরপর দুটি ছুটি। 25 শে সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং 26 শে সেপ্টেম্বর রবিবার।
সেপ্টেম্বর মাসে সপ্তাহ শেষের ছুটি রয়েছে
- 5 সেপ্টেম্বর ( রবিবার )
- 11 সেপ্টেম্বর ( দ্বিতীয় শনিবার ) ( গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন হিসেবে পানাজিতে ছুটি
- 12 সেপ্টেম্বর ( রবিবার )
- 19 সেপ্টেম্বর ( রবিবার )
- 25 সেপ্টেম্বর ( চতুর্থ শনিবার )
- 26 সেপ্টেম্বর ( রবিবার ) ।
সেপ্টেম্বর মাসে আঞ্চলিক ছুটির দিন গুলি:-
- 8 সেপ্টেম্বর ( গুয়াহাটি ) শ্ৰীমন্ত শঙ্করদেবের তিথি ,
- 9 সেপ্টেম্বর ( গ্যাংটক ), তেজা ( হরিতলিকা ) ,
- 10 সেপ্টেম্বর গণেশ চতুর্থী ,
- 17 সেপ্টেম্বর কর্মা পুজো ( রাচি ) ,
- 20 সেপ্টেম্বর ( গ্যাংটক ) ইন্দ্রযাত্রা ,
- 21 সেপ্টেম্বর কোচি ও তিরুবনন্তপুরমে শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস ।
অর্থাৎ সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ ছুটির তালিকা আপনি জানতে পারলেন। এই সমস্ত ছুটির দিনগুলি মাথায় রেখে আপনি ব্যাংক যাবেন। বহু ব্যাংক গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে পারেন এই ছুটিতে কারণ উৎসব সম্বন্ধিত ছুটির পরে সাপ্তাহিক ছুটি গুলি পরপর পড়ে গেছে। এতে কিছুটা হলেও গ্রাহকদের হয়রানি হতে হবে।