Skip to content

অটোচালকের মেয়ে জিতলেন বিশ্বসুন্দরীর খেতাব

জীবনে স্বপ্ন, লক্ষ্য , ও নিজের প্রতি বিশ্বাস থাকলে পৃথিবীতে অসম্ভব কাজ বলে কিছু হয়না। আজ আমরা এমন একজনের কাহিনী সম্পর্কে জানব যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

কাহিনী টি হলো মান্য সিং এর। যিনি এবারের মিস ইন্ডিয়া রানার আপ। মান্য সিং এর জীবন কাহিনী সহজ ছিল না। দিনের বেলা কাজ করতেন বাসন মাজার, রাতের বেলা কল সেন্টার এ। তামান্না কিছু গাড়ি ভাড়া বাঁচানোর জন্য মাইলের পর মাইল পথ যেতে চলে গিয়েছেন। কিন্তু মানুষের স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে।
প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার মান্য সিং এর সফল্যে পঞ্চমুখ হয়েছেন।

 

 

VLCC femina Miss India 2020 এর খেতাব জিতেছেন তেলেঙ্গানার মনসা বারানসি। এবং রানারআপ মিস ইন্ডিয়া হয়েছেন মান্য সিং। তার এই সফলতার পেছনে একমাত্র রাজ হলো কঠিন পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি।

মান্য সিং এর এমন কোনোদিন যায়নি যে তাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নি। এক একটা দিন কঠোর দারিদ্রতার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। মান্য সিং এর বক্তব্য অনুযায়ী তিনি শৈশব থেকেই কঠোর দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছেন। খিদের জ্বালায় রাতের পর রাত ঘুম হয়নি। তার বাবা রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে অটো চালিয়ে পরিবার চালিয়ে গিয়েছেন। এবং তার মা নিজের গয়না বন্ধ রেখে পরীক্ষার ফি জমা দিয়েছিলেন।

 

 

এছাড়াও ছোট থেকে ভালো পোশাক আশাক পরা হয়নি মান্য সিং এর। দারিদ্রতা তাদের পরিবার কে কঠোরভাবে গ্রাস করেছিল। কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের জন্যই আজ তার ফল তিনি পেয়েছেন। তিনি জানান যে, মিস ইন্ডিয়ার মঞ্চে এসে তিনি তার মা বাবা ও ভাইয়ের স্বপ্নকে সত্যি করতে পেরে অত্যন্ত গর্বিত। মান্য সিং এর ছবি পোস্ট করেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার, যা অত্যন্ত গর্বের বিষয়।

Share