বর্তমানে টেলিভিশনের পর্দায় সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো হলো ‘দ্যা কাপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। এমন কোন অভিনেতা অভিনেত্রী অথবা ক্রীড়াজগতের তারকা রা নেই যারা কপিল শর্মা শো তে আসেননি নি। শাহরুখ খান,সালমান খান,অমিতাভ বচ্চন সহ বহু অভিনেতা-অভিনেত্রী এসেছেন কপিল শর্মা শো তে। তাছাড়াও ক্রীড়াজগৎ থেকে বিরাট কোহলি থেকে শুরু করে যুবরাজ সিং অনেকেই এসেছেন। কিন্তু এমন কিছু বিশেষ অভিনেতা তথা তারকারা রয়েছেন যারা এই শোতে আসতে অনীহা প্রকাশ করেছেন। কারা সেই ব্যক্তি আসুন জেনে নেওয়া যাক।
1• রজনীকান্ত
সবার প্রথমে আসা যাক সুপারস্টার রজনীকান্ত এর বিষয়ে। অভিনেতা রজনীকান্ত কপিল শর্মা শো তে আসতে চান না। তিনি মনে করেন এই শো তে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অতি নিম্নমানের ঠাট্টা তামাশা করা হয়। যা অভিনেতা রজনীকান্তের পছন্দ নয়।
2• লতা মঙ্গেশকর
সুরের জগতের মহারানী হলেন সবার প্রিয় লতা মঙ্গেশকর। এই গায়িকা হাসি ঠাট্টা তামাশা থেকে দূরেই থাকেন। তাই তিনি এই সংক্রান্ত অনুষ্ঠান এ আসা থেকে নিজেকে বিরত রাখেন।
3• শচীন তেন্ডুলকর।
ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার ও কপিল শর্মা শো তে আসেনি। কপিল শর্মা নিজে শচীন টেন্ডুলকারের বড় ভক্ত। তাই তিনি বহুবার শচীন টেন্ডুলকারকে নিজের এই অনুষ্ঠানে আসতে নিমন্ত্রণ জানান। কিন্তু শচীন টেন্ডুলকার জানান তিনি হাসাতে পারেন না। তিনি যদি কপিল শর্মার শো তে আসেন তাহলে দর্শকরা বোর হবেন।
4• মহেন্দ্র সিং ধোনি।
ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ও কপিল শর্মা শো তে আসেনি। না আসার কারণটি হলো এই যে,কাপিল শর্মার প্রডিউসারের বন্ধু ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। কিন্তু কাপিল শর্মার সঙ্গে প্রোডিউসারের কিছু সমস্যা হওয়ার ফলে প্রডিউসার কে বাদ দিয়ে দেওয়া হয় কপিল শর্মা শো থেকে। অন্যদিকে ওই প্রডিউসার সাক্ষীর বিশেষ বন্ধু। সেই জন্য মহেন্দ্র সিং ধোনি চাইলেও এই অনুষ্ঠানে আসতে পারেননি।
5• আমির খান।
আমির খানের সাথে কপিল শর্মার পরিচয় অনেক দিনের। অনেক অভিনেতা-অভিনেত্রী তাদের সিনেমা রিলিজ হওয়ার আগে প্রমোশন করার জন্য কপিল শর্মা শো তে আসেন। কিন্তু আমির খান অন্য প্রকৃতির মানুষ। তিনি ব্যক্তিগত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যেতে পছন্দ করেন না।
6• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেও কপিল শর্মা তার অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু নরেন্দ্র মোদী বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পরই তিনি এই অনুষ্ঠানে আসবেন তার আগে নয়।