বিগত বছরে করোনাকালীন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই অনেক মানুষই নিজেদের চাকরি হারিয়েছেন। বর্তমান সময়ে এখন চাকরি পাওয়াটাও খুবই দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে। দিনে দিনে দেশে ক্রমেই বেড়ে চলেছে বেকারত্বের হার। দেশের যুবসমাজ মানসিক বিষণ্নতায় ভুগছে। কিন্তু এরই মধ্যে এক দারুণ সুখবর নিয়ে এলো দেশের অন্যতম বৃহৎ তথ্য ও প্রযুক্তি সংস্থা Tata Consultancy Services (TCS)।
বর্তমানে TCS এ স্মার্ট হায়ারিং এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে। এর আগে, এই আবেদনপত্র জমা করার শেষ তারিখ ছিল ১৫ই নভেম্বর। তবে সম্প্রতি বাড়ানো হলো আবেদন গ্রহণের শেষ তারিখ। এই সংস্থা আবেদনপত্র গ্রহনের শেষ তারিখ আরও ১৫ দিন বাড়িয়ে ৩০শে নভেম্বর ধার্য করেছে। অর্থাৎ আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।
সিলেকশনের ক্ষেত্রে ওই সংস্থা জানিয়েছে, যে সকল প্রার্থীরা ২০২০ অথবা ২০২১-এ BCA, B.Sc (অঙ্ক, স্ট্যাটিস্টিকস, ভৌতবিজ্ঞান, রসায়ন, বায়োকেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স), ITI-র মতো বিষয়ে পাশ করেছেন, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারা আরও জানিয়েছেন, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
এছাড়াও, যেসকল পড়ুয়ারা আগামী ২০২২ সালে পাশ করবেন, তারাও এর জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার জন্য প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে পাস করতে হবে। এছাড়াও স্নাতক স্তরের পরীক্ষাতেও ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে।
আবেদন করার জন্য কি কি করতে হবে
১. আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই TCS-এর ওয়েবসাইট https://www.tcs.com/careers/tcs-off-campus-hiring-এ যেতে হবে।
২. তারপর TCS এর Next Step পোর্টালের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এরপর নিজেদের সব সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের।
৪. সব তথ্য দেওয়া হয়ে গেলে ‘Apply for Drive’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৫. তারপর ‘Track your Application’-এ ক্লিক করে আপনার আবেদনপত্রটি ট্র্যাক করুন।
৬. প্রার্থীরা IT বা Business Process Service- এর জন্য আবেদন করতে পারেন। তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি ক্যাটাগরির জন্যই আবেদন করতে পারেন।