Skip to content

বঙ্গে ফের শিল্প নিয়ে ফিরছে Tata! করা হবে ৬০০ কোটি টাকা বিনিয়োগ

img 20220916 082440

ইন্ডাস্ট্রিয়াল কর্মস্থলের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে। কোন স্টার্টআপ কোম্পানি হোক কিংবা দেশের অন্যান্য বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি কোনোভাবেই আমাদের রাজ্যে পা রাখেন না। বাম আমলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারংবার আন্দোলনের কারণে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ টাটা নিজেদের কোম্পানিকে বাংলায় বিস্তারিত করতে পিছু পা হয়েছিল। শোনা গেছে সেই টাটা কোম্পানিই নিজেদের পুরোনো তিক্ততা ভুলে বাংলায় বিনিয়োগ করতে চলেছে। এই বিশাল খবরটি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন।

Ratan Tata and CM

সোমবার রাজ্য সরকারের একটি সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই শিল্প প্রতিষ্ঠার বিষয়টি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে ১১ হাজার যুবক-যুবতি চাকরি পেয়েছে বলে জানা গেছে, উপরন্তু সরকার শিল্প আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে চাকরির হার আরও বাড়ানোর জন্য ও রাজ্যের অর্থনৈতিক দিকের উন্নতির কথা ভেবেই।

Mamta Banerjee

প্রসঙ্গত পূর্বে, সিঙ্গুরে টাটা কোম্পানি (Tata Company) তাদের ন্যানো গাড়ির কোম্পানিকে বিস্তারিত করার জন্য জমি কিনেছিল, কিন্তু সেইসময় কৃষিজমির ক্ষতি করে শিল্পের প্রসার করা যাবেনা- এই ভাবভঙ্গি নিয়ে বেশি রাজনৈতিক ভাবধারার সাথে টাটা কোম্পানির এই প্রয়াসকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল। টাটা কোম্পানি বাংলায়  ন্যানোর কারখানা তৈরিতে ব্যর্থ হয়েছে। তার পরিবর্তে এই ন্যানো কোম্পানি তৈরি হয়েছে গুজরাটে।

R TATA & M Banerjee

তবে বর্তমানে সব দ্বন্দ্ব-বিবাদ ভুলে গিয়ে টাটা ফের রাজ্যে বিনিয়োগ করতে চলেছে। যদিও পূর্বের ঘটনা নিয়ে বর্তমানে আর রাজ্য সরকার এবং এই কোম্পানির মধ্যে কোন ক্ষোভ নেই।  সরে গেছে টাটা গ্রুপ খুবই উৎসাহিত বাংলায় শিল্প স্থাপন করার জন্য। রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মানুষের উন্নতি এবং অর্থনৈতিক লাভের দিকটি ভেবেই জানিয়েছেন, – ‘ আমাদের প্রথম লক্ষ্য হলো কৃষি উন্নয়ন ব্যবস্থা, তেমনি দ্বিতীয় লক্ষ্য হলো শিল্প উন্নয়ন।’ তাই দেশ-বিদেশের সমস্ত ছোট বড় কোম্পানিকেই আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলার বুকে শিল্প প্রতিষ্ঠানের জন্য।

Share