Skip to content

মাত্র 6 টাকায় চলবে 100 কিলোমিটার দুর্দান্ত ই-বাইসাইকেল নিয়ে এলো TATA

পেট্রোল ও ডিজেলের বাজার মূল্য আকাশ ছোঁয়া। এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখে Tata international Limited নিয়ন্ত্রণাধীন সংস্থা স্ট্রাইডার ভারতের বাজারে নিয়ে এলো দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল। এই সংস্থার তরফ থেকে দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফ থেকে ঘোষণা করা সেই দুটি বাইসাইকেল হলো Contino ETB 100 এবং Voltic 1.7। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে এই দুটি বাইসাইকেল বিশেষ বাজার দখল করতে চলেছে।

Tata international Limited নিয়ন্ত্রণাধীন সংস্থা এই দুটি বাইসাইকেল লঞ্চ করার পাশাপাশি দাম নির্ধারণ করেছে বলে জানা যাচ্ছে। Tata Styder Contino ETB-100 নামের মডেল এর দাম হবে বলে জানা যাচ্ছে 37,999 টাকা এবং Tata Styder Voltic 1.7 মডেলটির দাম রাখা হয়েছে 29,995। এই দুটি মডেলের উপর সংস্থা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

Tata e-bicycle

•এই দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল এর ফিচারস গুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Tata Styder Contino ETB-100 মডেল এর সাইকেল টি তে Dual disk break, key locked battery, LED lamp, smart ride অর্থাৎ ব্রেক চাপলে পাওয়ার কেটে যাবে। একবার চার্জে এই ইলেকট্রিক বাইসাইকেল টি প্রায় 60km পর্যন্ত চলবে। হিসেব অনুযায়ী প্রতি কিলোমিটারে 6 পয়সা অর্থাৎ 100km দূরত্ব যেতে 6 টাকা খরচ পড়বে।

Ratan tata

Tata Styder Voltic 1.7 মডেল এর সাইকেল টি তে suspension fork,

big taiyar, removable battery রয়েছে। এছাড়াও এতে 260 watt ক্ষমতাসম্পন্ন মোটর এবং 48 volt heavy-duty lithium-ion battery থাকছে যা ফুল চার্জ হতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে।

Share