বর্তমানে পেট্রোল ১০০ টাকা পেরিয়ে গেছে অন্যদিকে ডিজেল ১০০ টাকা ছুঁই ছুঁই। প্রতিদিনই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। ভারতের প্রায় ৯০ শতাংশ স্কুটার বা বাইক পেট্রলে চলে। জ্বালানির দামের অস্থিরতায় বিপদে পড়েছেন দু চাকার মালিকেরা তারা এখন চাইছেন বিকল্প কিছু। তাই বর্তমানে অনেকেই পেট্রোল-ডিজেলের গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য জোর দিচ্ছে। টাটা গ্রুপের (TATA GROUP) অন্তর্গত টাকা পাওয়ার (TATA POWER) দেশবাসীর সুবিধার্থে এক বড় পদক্ষেপ নিতে চলেছে।
দেশের প্রতিটি অংশে টাটার পেট্রলপাম রয়েছে তাই এবার টাটা গ্রুপ পেট্রোল পাম্পের পাশাপাশি চার্জিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিলেন। টাটা গ্রুপের (TATA Group) অন্তর্গত টাটা পাওয়ার দেশের 100 টি শহরে ৫০০ টি ইলেকট্রিক বাইক চার্জিং স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। এর ফলে ইলেকট্রিক যানবাহনগুলো সবথেকে বড় সমস্যা চার্জিং শেষ হওয়ার ভয় থেকে রেহাই পাওয়া যাবে। শপিং মল, মেট্রো, থিয়েটার, হাইওয়ে থেকে নিকটবর্তী এলাকায় এই চার্জিং স্টেশন স্থাপন করবে টাটা।
টাটা গ্রুপের তরফ থেকে কিছুদিন আগে জানানো হয় তাদের সমস্ত কাজ আঞ্চলিক সাপোর্ট সিস্টেম এর ভরসায় কাজ করতে চলেছে। অর্থাৎ এক কথায় বোঝা যাচ্ছে প্রতিবেশী দেশ চীন কে বয়কট করার উদ্দেশ্যেই এই রকম ঘোষণা। টাটা গ্রুপ ভারত সরকারের National Electric Mobility Mission Plan(NEMMP) এর আওতায় টাটা Hindustan Petroleum Corporation Limited (HPCL) এর পার্টনারশিপ করে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে জানিয়েছে। এছাড়াও Tata Powers হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর পেট্রলপাম গুলিকে চার্জিং স্টেশন তৈরি করবে বলে জানিয়েছে।
চার্জিং স্টেশনের আগত গ্রাহকদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হবে বলে সূত্র থেকে জানা যাচ্ছে। ওই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়ির চালক চার্জিং স্টেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। Tata Powers প্রায় 18 হাজার চার্জিং স্টেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কাজ হাতে নিয়েছি।এটি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর যৌথ প্রয়াসে তৈরি করতে চলেছে।এই চার্জিং স্টেশন তৈরি হয়ে গেলে সাধারণ মানুষ অনেকটা দুশ্চিন্তামুক্ত হবে।এছাড়াও পেট্রোল পেট্রোলজাত পণ্যের ক্রমবর্দ্ধমান মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবে।