ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে(Mukesh Ambani) চেনেন না মন খুব কম মানুষই রয়েছেন। তার কাজের ধরন এবং জীবনযাত্রা সবসময়ই আলোচনায় থাকে। আম্বানি বর্তমানে বিশ্বের দ্বিতীয় দামি বাড়িতে থাকেন। যা প্রায়ই আলোচিত হয়। তিনি তার বাড়ির নাম রেখেছেন ‘অ্যান্টিলিয়া’।
দক্ষিণ মুম্বাইয়ে 400 বর্গফুটে তার বাড়ি তৈরি করা হয়েছে। 27 তলা বাড়িটির দেখাশোনার জন্য 600 জন সর্বদা উপস্থিত থাকে। আজ এই প্রতিবেদনে আমরা 20 টি ফটোর সাহায্যে অ্যান্টিলিয়ার ভিতরের একটি ঝলক দেখাবো।
1• 27 তল্লা বাড়িতে থাকেন মুকেশ আম্বানির পরিবার।
2• এই ফটো দেখে আপনি বুঝতে পারবেন নীতা আম্বানি মহারানীর মত জীবন অতিবাহিত করেন।
3• আম্বানির পরিবার সকালের চা এই মনোরম জায়গাটিতে পান করেন।
4• এটি হলো মুকেশ আম্বানির বাড়ির একটি বড় এবং বিলাসবহুল মন্দির।
5• ঘরের এই সৌন্দর্য দেখে আপনিও খুশি হয়ে যাবেন।
6• বাড়িটির একটি স্টাইলিশ লুক ও দেখে নিন।
7• অ্যান্টিলিয়া এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে গরমের কোন প্রভাবই পড়ে না।
8• বাগানে রয়েছে একটি খুব সুন্দর গণেশের মূর্তি।
9• বাড়ির এই ছবিটির সৌন্দর্য দেখুন।
10• এই ব্যালকনি থেকে গোটা মুম্বাই শহর দেখা যায়।
11• ঘরের সাজসজ্জা দেখুন।
12• এই ঘরে থাকার স্বপ্ন সকলেই দেখে।
13• এমন কি বাথরুম টিও কোন অংশে কম নয়।
14• ঘরে একটি ট্রাডিশনাল লঞ্চও রয়েছে।
15• মহারাজার কোন প্রাসাদের থেকে কম নয়।
16• এটি তো একদম ফাইভ স্টার হোটেলের মতো দেখতে লাগছে।
17• এই অপূর্ব সৌন্দর্য একবার দেখুন।
18• ঘরের ভেতরে ও বাইরে রয়েছে 24 ঘন্টা পাহারা।
19• আম্বানি পরিবার সব বড় বড় পার্টি নিজের ঘরেই করে থাকেন।