বাংলার গর্ব বাংলার দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের একজন সেরা অধিনায়ক, যার সময় দেশকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি জিতিয়ে দিয়েছিলেন। তাই বাঙালির কাছে দাদা মানেই হল সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বর্তমানে ক্রিকেট খেলার থেকে দূরে থাকলেও তিনি তার ভক্তের সংখ্যা কিন্তু একদমই কমেনি। সোশ্যাল মিডিয়ার দৌলাতেই জানা যায় দাদার এবং দাদার পরিবার সম্পর্কে নানান তথ্য। বর্তমানে সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলি (Sana Ganguly) কি করছেন সেই বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে মানুষের মনে, তবে অনেকেই জানেন যে সানা এখন ইংল্যান্ডে পড়াশোনা করছেন।
কলকাতার লরেটো হাউস স্কুল থেকে প্রাথমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করে সে অক্সফোর্ড ইউনিভার্সিটি (Oxford University) লন্ডন থেকে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে আপনারা কি জানেন যে সানা কিন্তু শুধু পড়াশোনা করছে না তার সঙ্গে সে একটি চাকরিও করছেন। সানা কাজ করছে Enactus UCL নামের একটি সংস্থা তে, যে সংস্থাটি নতুনদের বড় বড় কর্পোরেটর সংস্থার সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। সেই কারণে বর্তমানে সানা কেপিএমজি ,এইচএসবিসি ,গোল্ডম্যান স্যাক্স, বারকলেস নামের বড় বড় সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন।
এই ব্যাপারটি জানা যায় এই তার লিংক ইন একাউন্ট এর মাধ্যমে। বর্তমানে সানা PWC তে ইন্টার্ন হিসাবে কাজ করছেন। বিশ্বের বৃহত্তম আর্থিক পরামর্শ সংস্থা গুলির মধ্যে একটি অন্যতম সংস্থা এই কোম্পানির ব্যবসা গোটা বিশ্বের ১৫২ টি দেশে ছড়িয়ে রয়েছে, এবং এই কোম্পানিতে চাকরি করে ৩.২৮ লক্ষেরও বেশি লোকজন।
আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?
সবথেকে অবাক করা বিষয়ে জানা গেছে যে এই সংস্থার কর্মীদের বেতন সম্পর্কে জানা গেছে এখানে শুধু ইন্টার্ন করেই যে কেউ লাখপতি হতে পারে খুব সহজেই । বর্তমানে সানা (Sana Ganguly) পড়াশোনা করার সাথে সাথে পাশে একটি চাকরি করছেন এই বেতন সম্পর্কে জানা গেছে একটি ওয়েবসাইটের মাধ্যমে যেখানে এই কোম্পানির বেতন তালিকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে
এই তালিকা অনুযায়ী, এই সংস্থায় শুধু ইন্টার্নশিপ করলেই বছরে বেতন দেওয়া হয় ৩০ লক্ষ টাকা। এই তালিকা দেখেই বোঝা যাচ্ছে যে মাত্র ২১ বছর বয়সেই বছরে ৩০ লক্ষ টাকা রোজগার করেন সৌরভ কন্যা সানা (Sana Ganguly)।