Skip to content

মুম্বাইতে বিলাসবহুল রেস্তোরাঁ খুলে ফেললেন শিল্পা শেট্টি, দেখুন কি বলছেন অভিনেতারা

১৯ শতকের বিখ্যাত অভিনেত্রী শিল্পা শেট্টি। দুর্দান্ত কিছু সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন। রাজ কুন্দ্রাকে বিয়ে করে তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে। সিনেমা জগৎ থেকে বেশ কিছু বছর নিজেকে সরিয়ে রাখার পর আরও একবার টেলিভিশন জগতে ফিরে এসেছেন শিল্পা শেট্টি। বিবাহিত জীবন থেকেই তার রয়েছে একটি পুত্র সন্তান এবং সারোগেসি দ্বারা প্রাপ্ত একটি কন্যা সন্তান।

শিল্পা শেট্টি

কিছু মাস আগে নিষিদ্ধ ছবি কেনাবেচার জন্য পুলিশ গ্রেপ্তার করেছিল রাজ কুন্দ্রাকে, সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে উপহাস করা হয়েছিল শিল্পাকে। আমি বর্তমানে সেই সমস্ত দিনকে পেছনে ফেলে দিয়ে আরো একবার নতুন জীবনের দিকে এগিয়ে চলেছেন এই দম্পতি। সম্প্রতি তাঁরা মুম্বাইতে শুরু করেছেন এক নতুন রেস্তোরাঁ। মুম্বাইয়ের ওরলিতে একটি অত্যাধুনিক এবং বিলাসবহুল রেস্তোরাঁ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। বিশেষ করে রেস্তোরাঁর আলোকসজ্জা বিশেষত নজর কেড়েছে সকলের। তারকা দম্পতি এই রেস্তোরাঁর নাম দিয়েছেন, ব্যস্টিয়ান।

Raj Kundra

অত্যাধুনিক ইতিমধ্যেই আনাগোনা শুরু হয়ে গেছে বিশেষ বিশেষ অতিথির। সম্প্রতি আর মাধবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই রেস্তোরাঁর বেশ কিছু ছবি। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি অভিনন্দন জানিয়েছিলেন শিল্পা এবং তাঁর স্বামীকে। মাধবন বলেন, “৮ হাজার বর্গফুটের এই রেস্তোরাঁ নিঃসন্দেহে আপনার এবং আমার মত ভোজনবিলাসীদের একমাত্র ঠিকানা হতে পারে”।

মাধবানকে পাল্টা ধন্যবাদ জানিয়ে রাজ কুন্দ্রা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি অপেক্ষা করে রয়েছি আপনি আবার কবে আমার রেস্তোরাঁয় আসবেন। আপনাকে এবং আপনার স্ত্রী সরিতাকে স্বাগত জানাই আমার রেস্তোরাঁয়। শুধুমাত্র আর মাধবন না, এই রেস্তোরাঁয় এসেছেন রিতেশ দেশমুখ এবং তার স্ত্রী জেনেলিয়া ডিসুজা। রিতেশ এবং জেনেলিয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিল্পা শেটি জানিয়েছেন, মহামারীর মধ্যেই সমস্ত বাধা বিপত্তি পেছনে ফেলে দিয়ে এই রেস্তোরাঁ তৈরি করেছেন তিনি। এই রেস্তোরাঁয় ভালো আহারের পাশাপাশি আপনি পাবেন আড্ডা মারার সুযোগ”।

এই রেস্তোরাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। রিতেশ আলাদা করে রেস্টুরেন্ট নিরামিষ খাবারের কথা উল্লেখ করেছেন। এমনকি নিজের পোস্টে একটি ভেগান মেনুর কথা উল্লেখ করেছেন অভিনেতা।

উল্লেখ্য, শুধু এই রেস্তোরাঁ নয়, অতিমারির সময় একটি জামা কাপড়ের ব্র্যান্ড ওপেন করেছেন শিল্পা শেটি। পোশাকের ব্র্যান্ডের নাম দিয়েছেন, ড্রিম এস এস।

Share