বর্তমান যুগে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারির (Cosmetic Surgery) দারুন চল শুরু হয়েছে। বিশেষত বলিউড ও টলিউডের নায়ক – নায়িকাদের মধ্যে এই প্লাস্টিক সার্জারির চল ভীষণভাবে রয়েছে। নিজেদের রূপে, চেহারায় যারা খুশি নন, তাদের কাছে বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই কসমেটিক সার্জারি। শুধু এখন নয়, বহু আগেও এই প্লাস্টিক সার্জারির মাধ্যমে অনেক নায়ক-নায়িকা সৌন্দর্য লাভ করেছেন। এরই মধ্যে একজন হলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) যিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুন্দরী হয়ে উঠেছেন।
শিল্পা শেট্টি (Shilpa Shetty) বেশ কয়েকবার নিজের চেহারার উপর অস্ত্রোপ্রচার করে চেহারাতে অনেকখানি পরিবর্তন এনেছেন। তবে এই সার্জারি তিনি ২৮ বছর পূর্বে করিয়েছিলেন। তবে বর্তমানে তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছেন দিন দিন। বলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্য বয়সের সঙ্গে কমেনি বরং বেড়ে গেছে। এসবই প্লাস্টিক সার্জারি দরুন সম্ভব হয়েছে।
অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) ইনস্টাগ্রাম ওয়ালে চোখ রাখলেই এই পার্থক্যটা বেশ ধরা পড়ে। চোখ ধাঁধানো সৌন্দর্য পাওয়ার জন্য চেহারার ওপর বেশ কয়েকবার ছুরি-কাঁচি চালিয়েছেন তিনি। বিশেষত নিজের নাকের আকার নিয়ে শুরু থেকেই খুশি ছিলেন না তিনি। চেহারার সঙ্গে মানানসই নাকের গঠন পাওয়ার জন্য নিজের চেহারার উপর ২ বার অস্ত্রপ্রচার করিয়েছেন অভিনেত্রী।
পূর্বে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি একটি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, “হ্যাঁ। আমি আমার নাকের আকার পরিবর্তন করিয়েছি। তাতে কি হয়েছে?” অভিনেত্রী শিল্পা মনে করেন অস্ত্রোপ্রচারের কারণে তাকে আরো বেশি সুন্দরী দেখায়। শুধুমাত্র শিল্পা নয়, বলিউড এবং টলিউডের অনেক সুন্দরী সৌন্দর্য লাভের আশায় প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হয়েছেন। অনেকেই নিজের নাক ঠোঁট চোয়ালের ওপর এক্সপেরিমেন্ট চালিয়েছেন।
শুধুমাত্র প্লাস্টিক সার্জারি নয়, আরও অনেক কারনেই ইন্ডাস্ট্রিতে বেশ চর্চার মধ্যে থেকেছেন শিল্পা শেট্টি। অক্ষয় কুমারের সঙ্গে তার প্রেম নিয়ে একবার ইন্ডাস্ট্রিতে দারুন গুজব উঠেছিল। ‘মে খিলাড়ি তু আনাড়ি’,’জানোয়ার’,’ ইনসাফ’ প্রভৃতি ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছিলেন শিল্পা। সেই সূত্রে ঘনিষ্ঠতাও বেড়েছিল দুজনের মধ্যে। তবে অক্ষয় কুমারের সঙ্গে টুইংকেল খান্নার সম্পর্ক অক্ষয় ও শিল্পার এ সম্পর্কের ইতি টেনে ছিল।
বিগত ২০০৯ সালে ব্রিটিশ ভারতীয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে। তবে সম্প্রতি রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলাতে জড়িয়ে পড়লে তাদের পরিবারের নাম খারাপ হয়। এর জন্য একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন শিল্পাও। তবে দুই মাস জেলে কাটানোর পর রাজ এখন শিল্পার সঙ্গেই জীবন যাপন করছেন। পুরনো তিক্ততা সব ভুলে গিয়ে নতুন করে সংসার করছেন দুজনে।