Skip to content

বাড়ি না প্রাসাদ, দেখে নিন ভেতর থেকে কেমন দেখতে শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাত

shah rukh khan wife gauri khan book my life in design takes inside photo of mannat

আপনি যদি শাহরুখ খানের (Shahrukh Khan) ভক্ত নাও হন সে ক্ষেত্রেও মুম্বাইতে গেলে একবার হলেও আপনি মান্নাত (Mannat) দর্শন করে আসবেন। এটি যেন একটি অলিখিত শর্ত। মুম্বাই ঘুরতে গেলে কেউ যদি মান্নত (Mannat) না দেখে আসেন তাহলে তার মুম্বাই সফর বৃথা বলে গণ্য করা হয়। এই বাড়ির অন্দরমহলে ঢোকার প্রবেশ না থাকলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ শুধুমাত্র এই বাড়ি বাইরে থেকে দেখার জন্য আসেন মুম্বাইতে। আপনি যদি শাহরুখ খানের (Shahrukh Khan) তেমনই একজন ভক্ত হন তাহলে আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি মান্নাতের অন্দরমহলের বেশ কিছু ছবি শুধুমাত্র আপনার জন্য।

Mannat gouri khan

এই মান্নাত (Mannat) নামক বাড়িটি যখন শাহরুখ খান দেখেছিলেন তখন তিনি বলিউডে একেবারে নতুন অভিনেতা ছিলেন। বাড়িটি গৌরী খানের ভীষণ পছন্দ হয়েছিল এবং শাহরুখ খান বলেছিলেন একদিন তিনি এই বাড়িটি অবশ্যই কিনবেন। বলিউডে (Bollywood) নিরলস পরিশ্রম করে অবশেষে তিনি এই বাড়িটি কেনেন এবং নিজের স্ত্রীকে গিফট হিসাবে এই বাড়িটি দেন।

সম্প্রতি গৌরী খান প্রকাশিত বই “মাই লাইফ ইন ডিজাইন” (My Life in Design), বইতে শাহরুখ খানের (Shahrukh Khan) বাড়ির অন্দরমহলের একাধিক ছবি শেয়ার করেছেন গৌরি খান। আপনারা হয়তো অনেকেই জানেন গৌরী খান নিজে একজন বিখ্যাত ইন্টিরিয়ার ডিজাইনার। গৌরীর নিজের ব্র্যান্ড রয়েছে যার নাম গৌরী খান ডিজাইন। বহু নামিদামি ব্যক্তিত্ব যেমন নীতা আম্বানি, সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর কাপুর, করন জোহার এবং আলিয়া ভাট সহ নামী দামী তারকাদের বাড়ি বা অফিস ডিজাইন করেছেন গৌরী খান।

shahrukh khan family inside mannat

আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?

ইন্টিরিয়ার ডিজাইনার হিসেবে গৌরী নিজের ক্যারিয়ার শুরু করেছিল নিজের বাড়ি সাজানোর মাধ্যম দিয়ে। মুম্বাইতে এই বিলাসবহুল বাড়িটি কেনার আগে শাহরুখ খান থাকতেন দিল্লির একটি অ্যাপার্টমেন্টে। তখন ইন্টিরিয়ার ডেকোরেটর দিয়ে বাড়ি সাজানো সামর্থ্য ছিল না বাদশার। তখন সেই কাজ নিজের কাঁধে তুলে নেন গৌরী। এরপর মুম্বাইয়ের এই বিলাসবহুল অ্যাপয়েন্টমেন্ট সাজানোর দায়িত্বও গৌরী খান নিজের কাঁধে তুলে নেন।

Mannat interior design

অবশেষে ২০১৭ সালে নিজের ডিজাইন স্টুডিও খোলেন গৌরী। মান্নতকে (Mannat) এমনভাবে তিনি সাজিয়েছেন, যাতে বাড়ির প্রত্যেক সদস্যরা আলাদা আলাদা স্পেস পান নিজের মত। শাহরুখ খানের (Shahrukh Khan) জন্য আলাদা লাইব্রেরী বানানো হয়েছে এই বাড়িতে যেখানে কিং খান অবসর সময় কাটান। এছাড়াও বাড়ির প্রধান আকর্ষণ বাড়ির বিশাল আকার গেট, যা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে।
mannat Shahrukh Khan house

আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে

এছাড়াও বাড়ির ঝাড়বাতি থেকে শুরু করে পেন্টিং, সবকিছুই এতটাই ইউনিক যে আপনার চোখ আটকে যাবে সেখানে। গৌরী খানের কথায়, বাড়ি এমন একটি স্থান যেখানে মানুষ সারাদিন পর বিশ্রাম করতে আসেন। এই বাড়িতে যদি সুন্দর ভাবে না সাজানো যায় তাহলে সবকিছুই বৃথা।

Share