মহারাষ্ট্রের নালাসোপাড়া শহরে 80(৮০) বছরের গণপথ নায়েক পেশায় ধানকল এর মালিক। তার বাড়ির বিদ্যুতের বিলের (Electric Bill) টাকার অংক দেখে রক্তচাপ বেড়ে যায়, এমনকি স্থানীয় হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও সত্যি। বিলের পরিমান শুনলে আপনিও অবাক হবেন। এক মাসে বিল এসেছে 80 কোটি টাকা।
গণপত নায়েক হার্টের রোগী, তার ওপর এই বিল দেখে রক্তচাপ বেড়ে গিয়েছে। এমনকি স্থানীয় মেডিকেল হসপিটালে তাকে ভর্তি করা হয়।
মহারাষ্ট্রের ইলেকট্রিক দপ্তর , Maharashtra State electricity distribution company limited (MSEDCL) আশ্বাস দিয়ে জানিয়েছে যে বিলে কোনো একটা ভুল হয়েছে। এই বিলের পরিমান তাকে দিতে হবেনা নতুন বিল (electric bill) শীঘ্রই পাঠানো হবে।
গণপত নায়েকের নাতি জানাই যে কাজ চলাকালীন একটি বিল আছে এবং সেই বিলটি দাদু দেখার পরে অসুস্থ হয়ে পড়ে। সে আরও জানায় প্রথম ক্ষেত্রে বিলটি দেখে মনে করে যেটি জেলার বিল। তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করার পর দেখে যেটা শুধুমাত্র তাদের পরিবারের এই একটা বিল। এটি দেখে দাদু নাতির উভয়ের ই চক্ষু চড়কগাছ। তার দাদু এই বিল দেখে স্থির থাকতে পারেনি ও উচ্চ রক্তচাপ হয়ে যায়।