Skip to content

মাত্র ১২ আলোকবর্ষের দূরত্ব, ফের ভিন্গ্রহ থেকে এল রেডিও সিগনাল!

science news repeating signal coming from rocky planet raises hopes

সৌরজগতের বাইরে যে জগৎ রয়েছে সেখানে রয়েছে আরো হাজার হাজার গ্যালাক্সি, কয়েক কোটি নক্ষত্র এবং কয়েক কোটি গ্রহ উপগ্রহ। এবার এই বহিরজগত থেকেই বারবার লাগাতার সিগন্যাল এসে পৌঁছাচ্ছে আমাদের পৃথিবীতে এবং যার ফলে আরো একবার পৃথিবীর বিকল্প গ্রহের কথা তুলে ধরেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের ধারণা, আমাদের সৌরজগতের বাইরে যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহের মধ্যে কোন একটি গ্রহ নক্ষত্রকে যখন প্রদক্ষিণ করছে তখন সেই নক্ষত্র থেকে রেডিও সিগন্যাল এসে পৌঁছাচ্ছে পৃথিবীতে। ওই গ্রহের হয়তো কোন চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, রয়েছে বায়ুমন্ডলের অস্তিত্বও। যে গ্রহ থেকে রেডিও সিগন্যল আসছে তার আকৃতি প্রায় পৃথিবীর মতো বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ঐ নক্ষত্র এবং গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে ১২ আলোকবর্ষ।

Rocky planet

যে নক্ষত্র থেকে রেডিও সিগন্যাল এসে পৌঁছচ্ছে আমাদের এই পৃথিবীতে সেটি YZ Ceti নামে পরিচিত। ঐ নক্ষত্রকে যে গ্রহটি প্রদক্ষিণ করছে সেটি পরিচিত YZ Ceti b নামে। গ্রহটি একটি পাথুরে গ্রহ (rocky planet)। নিউ মেস্কিকো থেকে গবেষণা করার সময় এই দীর্ঘ রেডিও তরঙ্গ ধরা পড়ে বিজ্ঞানীদের কাছে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে ওই গ্রহ এবং নক্ষত্রের সংযোগের ফলেই তৈরি হয়েছে এই রেডিও তরঙ্গ, মতামত বিজ্ঞানীদের।

আরও পড়ুন: চিন্তার দিন শেষ, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও GPay, PhonePe থেকে পাঠানো যাবে টাকা

চৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীর বায়ুমণ্ডলকে রক্ষা করে যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে রয়েছে এতকাল। সূর্য থেকে নিষ্কৃত পার্টিকল এবং প্লাজমা পৃথিবীর বুকে আছড়ে পড়া থেকে আটকায় এই চৌম্বকীয় ক্ষেত্র। সৌরজগতের বাইরে কোন গ্রহে এমন বায়ুমন্ডলের অস্তিত্ব যদি থাকে, তাহলে ধরে নেওয়া যাক সেই গ্রহতেও রয়েছে প্রাণের অস্তিত্ব।

সোমবার নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে যে বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে এই প্রসঙ্গে সেখানে গবেষণা নেতৃত্বে থাকা ইউনিভার্সিটি অফ কলরাডো বোল্ডারের জ্যোতিপদার্থবিদ সেবাস্টিয়ান পিনেডা বলেন, ওই রেডিও তরঙ্গ ছিল অত্যন্ত শক্তিশালী। এর আগে বৃহস্পতির সমান আয়তনের একটি গ্রহে চৌম্বকীয় ক্ষেত্র ধরা পড়েছিল কিন্তু পৃথিবীর আকারের কোন গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র থাকলে সচরাচর তা চোখ এড়িয়ে যায়। কিন্তু এক্ষেত্রে বারবার চৌম্বকীয় তরঙ্গ পৃথিবীতে আসায় সেটা নজরে পড়েছে।

আরও পড়ুন: ভারতের মধ্যেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল, যেখানে পড়ুয়ার সংখ্যা ৬০ হাজার

প্রসঙ্গত, আবিষ্কৃত গ্রহটি নক্ষত্রকে মাত্র দুই দিনে প্রদক্ষিণ করে, যেখানে সৌরজগতের সব থেকে কাছের গ্রহ বুধ সূর্যকে প্রদক্ষিণ করে ৮৮ দিনে। তাই স্বাভাবিকভাবেই এই রেডিও তরঙ্গ বিজ্ঞানীদের আরো একবার সৌরজগতের বাইরের গ্রহ নক্ষত্রের বায়ুমণ্ডল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল।

 

Share