দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(SBI) তার গ্রাহকদের সতর্ক করলো। আপনিও কি স্টেট ব্যাংকের গ্রাহক? তাহলে আপনার জন্যেও এই সতর্ক বার্তা। আপনার স্মার্টফোন এ যদি এনিডেস্ক (AnyDesk), কুইক সাপোর্ট (Quick Support), টিম ভিউয়ার (Teamviewer) এবং মিঙ্গল ভিউ (Mingleview) ইনস্টল করা আছে তাহলে এক্ষুনি এই অ্যাপস গুলি আনইন্সটল (uninstall) করে ফেলুন। তা না করলে আপনার একাউন্ট থেকে সমস্ত টাকা এক নিমেষে উধাও হয়ে যেতে পারে।
সূত্রের খবর, যাঁরা এই অ্যাপ গুলি ব্যবহার করেছেন, তেমনই 150 জন স্টেট ব্যাংক এর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে গত চার মাসে 70 লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। তাছাড়া Unified Payment System নিয়েও সর্তকতা জারি করা হয়েছে। তার সাথে সাথে অজানা UPI Request গ্রহণ করা থেকে সাবধান থাকতে বলা হচ্ছে। দেশের দিন দিন এই অনলাইন জালিয়াতি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে স্টেট ব্যাংক গ্রাহকদের সর্তকতা জারি করল।
গ্রাহকদের উদ্দেশ্যে স্টেট ব্যাংকের সতর্কবার্তা।
- যেকোনো অনলাইন লেনদেন করার আগে তথ্য ভালো করে যাচাই করে নিন।
- স্টেট ব্যাংকের (SBI) বর্তমানে বিভিন্ন ভুয়ো ওয়েবসাইট চালু হয়ে গেছে। সেই দিক থেকে সতর্ক থাকুন। শুধুমাত্র স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ব্যাংকের কাজ করুন।
- যেকোনো অনলাইন লেনদেনের প্রভাব ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকের মোবাইলে মেসেজ পাঠায়। আপনি যদি লেনদেন না করে থাকেন তবুও আপনার মোবাইলে মেসেজ ঢোকে তাহলে খুব শীঘ্রই ব্যাংকের সাথে যোগাযোগ করুন।
- দুর্ভাগ্যবশত যদি আপনি জালিয়াতির শিকার হয়ে যান সেক্ষেত্রে Customer care number :- 9449112211, 080 26599990, 1800111109 এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। অথবা আপনি Cyber crime reporting portal :- 155260 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।