Skip to content

মাত্র সাড়ে তিন টাকায় 1 জিবি ডাটা ব্যবহার করার সুযোগ দিচ্ছে Jio, তাই দেরি না করে এখুনি করুন রিচার্জ

বর্তমানে ভারতের বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এর মধ্যে অফার সম্বন্ধিত লড়াই বেড়ে চলেছে। বেশি সংখ্যক গ্রাহক নিজের দিকে টানার জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার আনছে দেশের এই টেলিকম সংস্থা গুলি। ঠিক সেইরকম রিলায়েন্স জিও (Jio) আকর্ষণীয় নেট অফার নিয়ে চলে এসেছে। এই অফারে গ্রাহক মাত্র সাড়ে তিন টাকায় 1 GB ডাটা পেয়ে যাবেন।

 

Reliance jio 599 টাকা রিচার্জ প্ল্যান এর বৈধতা 84 দিনের। এই রিচার্জ প্ল্যান টিতে প্রতিদিন 2GB করে ডেটা দেয় অর্থাৎ 84 দিনে মোট 168 GB ডেটা পেয়ে যাচ্ছে গ্রাহকরা। হিসাব করে দেখা যাচ্ছে গ্রাহককে 1GB ডাটার জন্য মাত্র 3.57 টাকা খরচ করতে হচ্ছে।

এছাড়াও দেখা যায় 599 টাকা রিচার্জ প্ল্যান 249 টাকা যা 444 টাকার রিচার্জ প্লান এর থেকে অনেক বেশি সস্তা। এই রিচার্জ প্ল্যান অনুসারে গ্রাহকরা মোট 112 GB ডাটা পান অর্থাৎ 1GB ডাটা তে গ্রাহককে খরচ করতে হয় 4 টাকা।

Reliance jio

 

Jio

রিলায়েন্স জিও এর 599 টাকা রিচার্জ প্ল্যান এ গ্রাহক অল নেটওয়ার্ক আনলিমিটেড কলিং এর সুবিধা পায় তার সাথে সাথে জিও টিভি, জিও নিউজ, জিও সিনেমা, জিও ক্লাউড, অ্যাপ গুলির ফ্রী সাবস্ক্রিপশন পেয়ে যায়। যা সত্যি এক আকর্ষণীয় অফার।

Share