মুকেশ আম্বানি এর সংস্থা রিলায়েন্স জিও (Reliance jio) কয়েক মাস আগে ঘোষণা করেছিল তাদের Jio Phone Next লঞ্চ করার বিষয়ে। গণেশ চতুর্থী অর্থাৎ 10 সেপ্টেম্বর তাদের এই স্মার্টফোন লঞ্চ করার কথা ছিল। কিন্তু লঞ্চ হওয়ার কয়েক মুহূর্ত আগে সংস্থা একটি প্রেস রিলিজ করে জানিয়ে দেয় এই স্মার্টফোন লঞ্চ এর সময়সীমা পিছিয়ে দেওয়া হল। জানানো হয় আগামী 4 নভেম্বর বাজারে চলে আসতে পারে Jio Phone Next। টেক জায়ান্ট ও Google একসাথে ডেভেলপ করছে এই স্মার্ট ফোন। এই স্মার্টফোনের বিশেষ কয়েকটি ফিচারস নেটদুনিয়ায় ফাঁস হয়েছে। তাছাড়াও অনেক অজানা তথ্য জানা যাচ্ছে রিলায়েন্স জিও এর এই স্মার্টফোন এর। আসুন JioPhone Next এর সম্বন্ধে বিস্তারিত ও কয়েকটি অজানা তথ্য জেনে নেওয়া যাক।
JioPhone Next স্মার্টফোনে Google এর সব পরিষেবা চলবে। এই প্রসঙ্গে রিলায়েন্স জিও এর কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছেন, ” JioPhone Next স্মার্টফোনটি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি একাধিক সুবিধা সাপোর্ট করবে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট(voice assistant), স্ক্রিন টেক্সট অটোমেটিক রিড-অ্যালাউড, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট(language translate), অগমেন্টেড রিয়ালিটি ফিল্টার যুক্ত স্মার্ট ক্যামেরা সহ আরো অনেক ফিচার রয়েছে এই স্মার্টফোনে।”
JioPhone Next স্মার্টফোন এ এই পাঁচটি ফিচারস গ্রাহকদের আকর্ষিত করতে পারে।
রিলায়েন্স জিও এর JioPhone Next স্মার্টফোনে বিশেষ কয়েকটি ফিচারস রয়েছে সেগুলি একটি একটি করে জেনে নেওয়া যাক।
1. বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার জন্য এই স্মার্টফোনে গুগল প্লে স্টোর (Google play store) থাকবে। এছাড়া Google duo go, Google chrome go অ্যাপসগুলি আগের থেকে ইন্সটল থাকবে।
2. এই স্মার্টফোনটিতে Android 11 (go edition) অপারেটিং সিস্টেমে চলবে। Android go হল অ্যান্ড্রয়েড এর stripped down version। এটি সাধারণত সীমিত হার্ডওয়ার যুক্ত লো এন্ড মোবাইল ফোনে ব্যবহার করা হয়।
3.রাত্রে এবং কম আলোতে ফটো তোলার জন্য এই স্মার্টফোনে Google camera go অ্যাপস থাকছে। এই ক্যামেরা তে HDR mode থাকবে।
4. JioPhone Next স্মার্টফোনে read aloud এবং translate now ফিচারস থাকবে। এই অ্যাপটির দ্বারা web page, apps, message, এমনকি ফটো সহ ফোনের স্ক্রিনে থাকা যেকোনো text translate করতে ও পড়তে পারবে।
5• এই স্মার্টফোনে Google Assistant সাপোর্ট করবে। টেক জায়ান্ট গুগল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, এই ফোনে অ্যাপ অ্যাকশন ফিচার সামিল থাকবে, যা গুগল অ্যাসিস্ট্যান্টকে ডিভাইসে থাকা জিও অ্যাপের সাথে সংযুক্ত করার মাধ্যমে ইউজারদের বিশেষ অভিজ্ঞতা প্রদান করবে। Google Assistant ব্যবহার করে ওয়েদার রিপোর্ট, ক্রিকেট স্কোর, মাই জিও অ্যাপ ব্যবহার ইত্যাদি করা যাবে।
JioPhone Next স্মার্টফোনের পাঁচটি তথ্য যা এখনো জানা যায়নি।
1• মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স জিও স্মার্ট ফোন এ ক্যামেরা পিক্সেল এর ব্যাপারে তথ্য দেয়নি। তবে অনুমান করা যাচ্ছে এই স্মার্টফোনে 8MP front camera এবং 13MP rear camera থাকবে।
2• ব্যাটারি (battery) এবং প্রসেসর (processor)সম্পর্কে বিশেষ কোন তথ্য জানতে পাওয়া যায়নি। যদিও টিস্পটার দের দাবি এই স্মার্টফোনে 2500mAh ব্যাটারি এবং 1.3 GHz coc speed Qualcomm Snapdragon 215 (QM215) চিপসেট প্রসেসর থাকবে।
3• এই ফোনের RAM ও storage capacity এর বিষয়ে বিস্তারিত তথ্য কোন জানানো হয়নি। অনুমান করা যাচ্ছে 2/3GB RAM এবং 16/32GB ROM থাকতে পারে।
4• JioPhone Next স্মার্টফোনটি লুক এবং কালার কম্বিনেশন সম্পর্কে কোন তথ্য দেওয়া হয়নি।
5• সবচেয়ে জিজ্ঞাস্য বিষয় এই যে এই স্মার্টফোনের সম্ভাব্য দাম কত হতে চলেছে সেই বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। তবে JioPhone Next basic model এর দাম হতে পারে 3,499 টাকা এবং JioPhone Next advanced model এর দাম হতে পারে 7000 টাকা। তবে এই সমস্ত বিষয়গুলি সবই অনুমানের উপর ভিত্তি করে জানানো হচ্ছে।