রিলায়েন্স জিও স্বাধীনতা দিবসের আগেই তার গ্রাহকদের জন্য নিয়ে এলো স্বাধীনভাবে ডাটা ব্যবহার করার সুবিধা। এই ‘ফ্রিডম প্ল্যানে’ (Freedom Plan) মধ্যেই রয়েছে সেই সুবিধা। এই প্লানে সীমাহীন ডেটা ব্যবহারের পাশাপাশি রইবে একাধিক সুবিধা। আজ আমরা এই প্লানের সম্বন্ধে বিস্তারিত ভাবে জানবো।
২৩৯৭ টাকার জিও ফ্রিডম প্ল্যান (Freedom Plan)
১) এই প্লেনের বৈধতা ৩৬৫ দিন।
২) ভয়েস কলিং।
৩) ৩৬৫ জিবি ডেটা ছাড়াও সীমাহীন ডেটার সুবিধা।
৪) বিনামূল্যে JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud ব্যবহারের সুবিধা।
৫৯৭ টাকার জিও ফ্রিডম প্ল্যান
১) মেয়াদ ৯০ দিন।
২) দৈনিক সর্বোচ্চসীমা ছাড়াও ৭৫ জিবি ডাটা।
৩) আনলিমিটেড ভয়েস কলিং।
৪) এছাড়াও JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud বিনামূল্যে ব্যবহারের সুবিধা হবে পাবেন ।
৪৪৭ টাকার জিও ফ্রিডম প্ল্যান
১) ৬০ দিনের ভ্যালিডিটি।
২) ৫০ জিবি ডাটা ছাড়াও সীমাহীন ডেটা ব্যবহারের সুবিধা।
৩) বিনামূল্যে ভয়েস কলিং।
৪) ছাড়াও জিও বিভিন্ন অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশন।
২৪৭ টাকার জিও ফ্রিডম প্ল্যান
১) এই প্লেনের বৈধতা ৩০ দিন।
২) দৈনিক কোন সর্বোচ্চ সীমা ছাড়াও ২৫ জিবি ডেটার সুবিধা।
৩) বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং।
৪) বিনামূল্যে যাবতীয় কমপ্লিমেন্টারি জিও পরিষেবা ।
১২৭ টাকার জিও ফ্রিডম প্ল্যান
এই প্ল্যানটি হল জিওর সকল ফ্রিডম প্ল্যান গুলির থেকে সস্তা প্ল্যান।
১) এই প্ল্যানের মেয়াদ ১৫ দিন।
২) ১২ জিবি ডেটা ছাড়াও দৈনিক সর্বোচ্চ সীমাহীন ডেটা ব্যবহারের সুবিধা।
৩) ফ্রি ভয়েস কলিং।
৪) বিনামূল্যে JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud ব্যবহারের সুবিধা।