Skip to content

মাত্র ৯৮ টাকায় রিলায়েন্স জিও দিচ্ছে দুর্দান্ত প্ল্যান, থাকছে প্রতিদিন ১.৫ জিবি ডাটা সহ আনলিমিটেড কলের সুবিধা

দেশের টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও(Reliance Jio) প্রবেশ করার পর থেকেই গ্রাহকদের নানা আকর্ষণীয় অফার দিয়েই চলেছে। গ্রাহকদের সুবিধার্থে এনেছে একাধিক দুর্দান্ত প্ল্যান। বর্তমানে দেশ তথা বিভিন্ন রাজ্যের করোনা এর জন্য পরিস্থিতি অত্যন্ত খারাপ। অনেক রাজ্যে বর্তমানে লকডাউন চলছে। তাই বেশিরভাগ মানুষজনকে তাদের কাজ অনলাইনে সম্পন্ন করতে হচ্ছে। আর এই জন্যই গ্রাহকদের আগের তুলনায় তার ডেটা এর চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের যাতে সমস্যা না হয় সেই জন্য রিলায়েন্স জিও গ্রাহকদের আর্থিক অবস্থা মাথায় রেখে সস্তায় কয়েকটি আকর্ষণীয় প্ল্যান এনেছে। আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

•প্রথমে রিলায়েন্স জিও এর 149 টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

গ্রাহক জিও এর 149 টাকার প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 1GB করে ডেটা এর সুবিধা পাচ্ছেন। তার সাথে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 টি করে SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও জিও অ্যাপ ব্যবহার করার সুবিধা দেয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যান টির বৈধতা(Validity)থাকছে 24 দিনের জন্য।

জিও

jio

•রিলায়েন্স জিও এর 199 টাকার রিচার্জ প্ল্যান।

আপনি যদি 199 টাকার প্ল্যান টি রিচার্জ করেন তাহলে আপনি প্রতিদিন 1.5 GB করে ডেটা +যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা+ প্রতিদিন 100 টি করে SMS পেয়ে যাবেন।এই রিচার্জ প্ল্যান টির বৈধতা থাকছে 28 দিন। শুধু এখানেই শেষ নয়। এর সাথে আপনি পেয়ে যাবেন আরো 42 GB ডেটা তার সাথে jio apps এর ফ্রি সাবস্ক্রিপশন।

•রিলায়েন্স জিও এর 98 টাকার রিচার্জ প্ল্যান।

আপনি যদি এই 98 টাকার প্ল্যান টি রিচার্জ করেন তাহলে আপনি প্রতিদিন 1.5 GB হাই স্পিড ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন। তার সাথে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়া গ্রাহককে 21 GB ডেটা দেওয়া হচ্ছে ও তার সাথে JioCinema, Jio Tv, JioNews, JioCloud, JioSecurity বিনামূল্যে সাবস্ক্রিপশন 14 দিনের বৈধতার সাথে।

Share