আম্বানির রিলায়েন্স জিও (Reliance jio) নিয়ে এলো ফ্যামিলি পোস্টপেইড (family postpaid plan) এক নতুন প্ল্যান। টেলিকম কোম্পানীগুলিও এখন প্রিপেড প্লানের সাথে সাথে পোষ্টপেইড প্লানের অফার দিয়ে থাকেন। মোবাইল রিচার্জের বর্তমান খরচ চার-পাঁচ বছর আগের মতো আর ব্যয়বহুল নয়। যখন নিজের সাথে সকল পরিবারের মোবাইল রিচার্জ একসাথে করতে হয় তখন খরচের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তাই রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য জিও পোষ্টপেইড প্লাস সার্ভিস নামক এক দুর্দান্ত বিকল্পকে বেছে নিল। জিও মোট পাঁচটি পোস্ট পেইড প্লানেই গ্রাহকদের দৈনিক আনলিমিটেড ভয়েস কল, ডেটা, এসএমএস, যাবতীয় সাবস্ক্রিপশন দেন।
তবে আজ শুধুমাত্র ৯৯৯ টাকা এবং ১,৪৯৯ টাকার জিও পোস্টপেইড প্লানের সুবিধাগুলির সম্বন্ধে জানবো। জিওর ৯৯৯ টাকার পোস্টপেইড প্লেনের বৈধতা পুরো একমাস। ৯৯৯ টাকার এই পোস্টপেইড ফ্যামিলি প্যাকটি একসাথে চারজন ব্যবহার করতে পারবেন। এই প্লানের অধীনে গ্রাহকদের ২০০ জিবি হাই-স্পিড ডেটা এবং ৫০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা প্রদান করেন। সাথে সাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস এর সুবিধা প্রদান করা হয়। তাছাড়া ডিসনি-হটস্টার সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং সমস্ত রকম জিও অ্যাপ অর্থাৎ জিও টিভি, জিও সিকিউরিটি, জিও নিউজ এবং জিও প্রাইম মেম্বারশিপ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
জিও ৯৯৯ টাকার প্লান
তবে এই ৯৯৯ টাকার ফ্যামিলি পোষ্টপেইড রিচার্জ প্লানটির বিশেষত্ব হলো, এই ফ্যামিলি প্যাকে যাবতীয় বেনিফিটের পাশাপাশি আপনারা পরিবারের সদস্যদের জন্য তিনটি জিও সিম পেয়ে যাবেন। অর্থাৎ শুধু মাত্র এই প্ল্যানটি চার জন একসাথে উপভোগ করতে পারবেন।
জিওর (Reliance jio) ১৪৯৯ টাকার পোষ্টপেইড প্লানটির বৈধতা পুরো এক মাস। এই প্লানে অধীনে পূর্ববর্তী প্লানটির ন্যায় গ্রাহকদের মোট ৩০০ জিবি হাই স্পিড ডাটা এবং ৫০০ জিবি রোলওভার ডাটা সুবিধা দেওয়া হয়। ধার্য ডাটা লিমিট অতিক্রম করলে ইন্টারনেট স্পিড খানিকটা কমে যাবে এবং তখন আপনাদের ১০ টাকা/জিবি হিসেবে ডেটা ক্রয় করতে হবে। সাথে সাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি করে এসএমএস এর সুবিধা পাবেন গ্রাহকরা। তাছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ডিসনি-হটস্টারের ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং সমস্ত রকম জিও অ্যাপ অর্থাৎ জিও টিভি, জিও সিকিউরিটি,জিও নিউজ, জিও ক্লাউড এবং জিও প্রাইম মেম্বারশিপ সম্পূর্ণ বিনামুল্যে ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানটি ফ্যামিলি প্লানের আওতায় পড়েনা তাই কোন অতিরিক্ত সিম কার্ড দেওয়া হবে না।