Skip to content

হায়রানি বাড়লো আমজনতা, RBI-এর নতুন নির্দেশ অনুযায়ী এবার থেকে Debit, Credit কার্ড লেনদেনে বাড়ছে চাপ

Reserve Bank of India (RBI) এর তরফ থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড (debit and credit card) ব্যবহার কারীদের জন্য এক নতুন নিয়ম আনলো। নতুন নিয়মে গ্রাহকরা একটু সমস্যায় পড়তে পারেন।

RBI

•RBI এর নতুন নিয়ম অনুসারে অনলাইন মার্চেন্ট, ই-কমার্স ওয়েবসাইট এবং payment aggregator যেমন Flipkart, Amazon,Paytm, Google pay ও Netflix গ্রাহকদের কার্ড এর বিশদ বিবরণ সংরক্ষণ করতে পারবে না। আমরা অনেক সময় দেখি এইসব প্রেমেন্ট গুলিতে প্রথমবার কার্ড নম্বর দিলে দ্বিতীয়বার শুধুমাত্র CVV নাম্বার দিলেই পেমেন্ট কমপ্লিট হয়ে যায়।

 

কিন্তু এখন থেকে আর এটা চলবে না।অর্থাৎ কোন পেমেন্ট করতে হলে শুধুমাত্র CVV দিলে হবে না, প্রথম থেকে আরও কার্ড নাম্বার, কার্ড হোল্ডার এর নাম, ও প্রয়োজনীয় তথ্য প্রথম থেকে দিতে হবে। এই নিয়ম জুলাই মাস থেকে কার্যকর হবে।

 

•সবার মনে প্রশ্ন আরবীয়া তরফ থেকে এরকম নিয়ম কেন চালু করা হলো। কারণ বর্তমান সরকার ক্যাশলেস লেনদেনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। সে ক্ষেত্রে RBI এর এই নিয়ম কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে।

 

RBI

debit and credit cards

Zomato,swiggy, Flipkart, Amazon, Netflix ও এর সাথে আরও 25 টি ইন্টারনেট নির্ভরশীল সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে যে এই নিয়ম গ্রাহকদের লেনদেন এর ক্ষেত্রে সমস্যা হতে পারে, ও ব্যবসার ক্ষতি হতে পারে। কিন্তু RBI এর তরফ থেকে কারণ হিসেবে অনলাইন জালিয়াতি প্রতিহত করার জন্য এই নিয়ম এনেছে বলে জানানো হয়েছে।

Share