Skip to content

RBI তরফে চেক ও ডিজিটাল পেমেন্টে ১০ টি বড় পরিবর্তন, না জানলে আপনিও পড়তে পারেন বড় সমস্যায়

Reserve Bank of India (RBI) এর গভর্নর শক্তিকান্ত দাস ক্রেডিট পলিসি ঘোষণা করলেন। এই পলিসিতে সুদের হারের পরিবর্তন করা হয়নি, কিন্তু জনগণের সুবিধার্থে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। বাজেটের পর এটিই প্রথম ক্রেদিত পলিসি ঘোষণা করা হলো রিজার্ভ ব্যাংক এর তরফ থেকে।
এই ক্রেডিট পলিসি তে কি কি বলা হলো সরকারের তরফ থেকে আসুন দেখে নেওয়া যাক:

 

 

  • CTS লাগু সমস্ত শাখা তে

এবার থেকে সব ব্যাংকের প্রতিটি শাখায় সিটিএস পদ্ধতি লাগু হবে। সমীক্ষায় দেখা হচ্ছে প্রায় 18 হাজার শাখায় এখনও সিটিএস পদ্ধতি এর সুবিধা নেই।

  • সুদের হার অপরিবর্তিত

এই পলিসিতে সুদের হারের কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ রেপো রেট 4 শতাংশ এবং রিভার্স রেপো রেট 3.37 শতাংশ ই থাকছে।

  • অর্থব্যবস্থা দুই সংখ্যায়

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2021-22 অর্থবর্ষে GDP 10.5% বাড়তে পারে বলে মনে করেছে।

  • রিয়েল অ্যাসেস্ট এ উন্নতি

গভর্নর শক্তিকান্ত দাস জানান যে ধীরে ধীরে গৃহ বিক্রির পরিস্থিতিতে উন্নতি ঘটছে এবং মানুষও খরচ করছে আগের থেকে অধিক পরিমাণে। এর ফলে রিয়েল অ্যাসিস্ট এ উন্নতি হবে।

  • ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) বাড়তে পারে

এই ক্যাশ রিজার্ভ রেশিও এ বর্তমানে পরিবর্তন না হলেও আগত দুটি স্টেপে 3.5% থেকে 4% করা হবে।

  • শক্তিশালী করা হবে সমবায় ব্যাংক গুলিকে

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন সমবায় ব্যাংক গুলিকে শক্তিশালী করার জন্য এক বিশেষ কমিটি গঠন করা হবে।

 

RBI

 

  • 24/7 হেলপ্লাইন পরিষেবা

ডিজিটাল প্রেমেন্ট পরিষেবা কে আরো উন্নত করার লক্ষ্যে 24 ঘণ্টা হেল্পলাইন পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

  • মূল্য বৃদ্ধি করা হবে বলে ঘোষণা

বর্তমান অর্থবর্ষে মুদ্রাস্ফীতি 5% থেকে 5.2% করা হবে। যা আগের অর্থবর্ষে ছিল 4.6% থেকে 5.2%।

  •  ছোট বিনিয়োগকারীদের জন্য গিল্ট একাউন্ট

এবার থেকে ছোট বিনিয়োগকারীরাও রিজার্ভ ব্যাংকে গিল্ট একাউন্ট খুলতে পারবে। এর ফলে ছোট বিনিয়োগকারীরা নিশ্চিত আয় এ বিনিয়োগ করতে পারবেন।

  • এক দেশ এক লোকপাল ব্যবস্থা শুরু

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে এক লোকপাল ব্যবস্থা চালু করা হবে। কারণ বর্তমানে তিনটি লোকপাল ব্যবস্থা চালু আছে এবং এর জন্য রিজার্ভ ব্যাংক কে 22 টি লোকপাল অফিস বানাতে হয়েছে।

Share