Skip to content

বড় পর্দায় এবার রানু মন্ডল! তৈরি করা হচ্ছে বায়োপিক, থাকছেন হিমেশ রেশমিয়া

ভাগ্যের চাকা মানুষের কখন ঘুরে যায় তা বলা মুশকিল। একটা সময় রানাঘাট স্টেশনে তিনি ভিক্ষে করতেন। এখন পৌঁছে গেছেন মুম্বাই। অবিশ্বাস্য লতা মঙ্গেশকরের কন্ঠ ই তাকে মুম্বাই পৌঁছে দিয়েছিল। ইনি হলেন রানু মন্ডল (Ranu Mandal)। হিমেশ রেশমিয়া তাকে তার অসাধারণ কন্ঠে জন্য গান গাওয়ার সুযোগ দিয়েছেন। এবার রানু মন্ডল কে নিয়ে তৈরি হচ্ছে হিন্দি ছবি, ছবির নাম ‘Miss Ranu Mariya’। রানু মন্ডল এর জীবন যুদ্ধের কাহিনী ই তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। এর সাথে সাথেই রানু মন্ডল এর জীবনের যৌবন কাল, তার প্রেম বিয়ে ও সেখান থেকে রানাঘাট স্টেশনে আসা সবকিছুই এই ছবিতে তুলে ধরা হবে। হিন্দি ভাষায় তৈরি হবে এই ছবি। পরিচালক হচ্ছেন হৃষিকেশ মন্ডল। এই সিনেমার কাজ আগামী নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে।

এর আগেও 2019 সালে রানু মন্ডল কে নিয়ে ছবি তৈরি করার ভাবনা চিন্তা হয়েছিল কিন্তু অজ্ঞাত কারণবশত তা তখন সম্ভব হয়ে ওঠেনি। পরিচালক হৃষিকেশ মন্ডল লালু মন্ডলের চরিত্রের জন্য বেছে ছিলেন সুদীপ্তা চক্রবর্তী কে। তবে তখন সুদীপ্তা চক্রবর্তী এর বিশেষ কোনো কারণবশত সেই ছবি করতে পারেননি। তবে বর্তমানে রানু মন্ডল এর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঈশিকা দে। ইনি টলিউডের পাশাপাশি বলিউডের বিভিন্ন ছবিতে কাজ করেছেন। অভিনেত্রী ঈশিকা দে সইফ আলী খানের সঙ্গেও কাজ করেছেন ‘লাল কাপ্তান’ ছবিতে। এছাড়াও ‘পূর্ব পশ্চিম দক্ষিণ’, ‘মন্দবাসার গল্প’ সহ একাধিক বাংলা ছবিতে এই অভিনেত্রী কাজ করেছেন।

Ranu Mandal

 

Ranu Mandal

রানু মন্ডলের চরিত্রের বিশেষ শেডস গুলি ফুটিয়ে তোলাই অভিনেত্রী ঈশিকা এর পক্ষে চ্যালেঞ্জিং হবে। অভিনেত্রী জানিয়েছেন, এই সিনেমাতে নব্বইয়ের দশকের রানু মন্ডল কে দেখা যাবে, এছাড়াও কমবয়সী রানু মন্ডল ও বর্তমান বয়সের রানু মন্ডল দুটি সময় এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঈশিকা দে কে। যদিও রানু মন্ডল এর সাথে অভিনেত্রী ঈশিকা দে এর সাথে সরাসরি আলাপ হয়নি। তবে খুব শীঘ্রই ভার্চুয়ালি আলাপ-আলোচনা সারবেন রানু মন্ডল এর সাথে এমনই জানিয়েছেন তিনি। এই ছবির শুটিংয়ের বেশিরভাগ অংশই হবে রানাঘাটে। এবং কিছু অংশের শুটিং হবে মুম্বাই ও কলকাতায়।

পরিচালক হৃষিকেশ মন্ডলের এই ছবিতে রানু মন্ডল এর জীবনের সাথে সাথে গানের মেলবন্ধন ফুটিয়ে তোলা হবে। এই ছবির জন্য বিশেষ 15 টি গান চয়ণ করা হয়েছে যার মধ্যে আটটি গান ছবিতে রাখা হবে বলে জানানো হয়েছে। তাছাড়াও রানু মন্ডল এর নিজের গাওয়া কয়েকটি গান রাখা হবে। তাছাড়াও রানু মন্ডল এর সাথে ডুয়েট করতে পারেন কুমার শানু, তবে এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। এছাড়াও অতিথি হিসেবে এই ছবিতে দেখা দিতে পারে হিমেশ রেশমিয়া কেও।

Share