Skip to content

কোন বিলাসবহুল হোটেল এর থেকে কম নয় রানী মুখার্জির এই স্বপ্নের বাড়ি, দেখুন অন্দরমহলের ভাইরাল ছবি

বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী হলে রানী মুখার্জি (Rani Mukherjee)। এছাড়াও সমান ভাবে নিজ দক্ষতায় অভিনয় করেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একাধিক সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। আজ আমরা আপনাদের রানী মুখার্জির বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে জানাব।

Rani Mukherjee house

রানী মুখার্জি মুম্বাইয়ের রুস্তমজী প্যারামাউন্ট এলাকায় কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনেছেন। সম্প্রতি কিছু মাস আগে তিনি এই বাড়ির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখে রীতিমতো সবাই অবাক। সুইমিং পুল থেকে শুরু গেমিং এরিয়া সব কিছুই রয়েছে তার এই বাড়িতে। সমুদ্রের দিকে মুখ করে তৈরি করা হয়েছে এই বাড়ি। বাড়িটির দাম আনুমানিক 7.12 কোটি টাকা।

Rani Mukherjee house

রানী মুখার্জির এই বাড়িটি 22 তম তলায় অবস্থিত এবং এই বাড়িটি 3545 বর্গফুট জুড়ে অবস্থিত। সমস্ত ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এই 3BHK এর এই ফ্ল্যাটে। শুধু রানী মুখার্জি নয়, এই একই অ্যাপার্টমেন্ট- এ অন্য আরেক অভিনেত্রী দিশা পাটানি, টাইগার শ্রফ, হার্দিক পান্ডে বসবাস করেন। এই অ্যাপার্টমেন্টে আরো অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এবং ব্যক্তিত্বরা বসবাস করেন।

Rani Mukherjee's house gym

2014 সালে বলিউডের সুপরিচিত চলচ্চিত্র পরিচালক আদিত্য চোপড়ার কে বিয়ে করেছিলেন তিনি। 2015 সালে রানী মুখার্জি মা হন এবং তার মেয়ের নাম আদিরা মুখার্জি এবং সে একদম রানী মুখার্জির মতোই দেখতে সুন্দরী। সম্প্রতি আসন্ন সিনেমার জন্য শীঘ্রই বিদেশে যাবেন রানী মুখার্জি। এছাড়াও “বান্টি অর বাবলি টু” সিনেমাটিতে আরো একবার দেখতে পাওয়া গেছে রানী মুখার্জিকে।

Rani Mukherjee's house ground

Share