রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt), এই দম্পতির বর্তমান জীবনের সময় ভালো-খারপের মধ্যে দিয়েই কাটছে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনে মা-বাবা হতে চলার খুশিতে (Would Be Parents) বেশ ভালোই কাটাচ্ছে। তবে বর্তমানে বলিউডের অবস্থা দেখে দুজনেই নিজের পেশাগত কেরিয়ার নিয়ে বেশ চিন্তিত। একদিকে যেমন চলছে বয়কট ট্রেন্ড, তেমন অন্যদিকে এখন তাদের হাতে রয়েছে পর পর দারুণ সিনেমা। এই অবস্থায় সিনেমাগুলির ভাগ্যে যে কী লেখা আছে তা নিয়ে গুরুতর চিন্তিত তারা।
আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই দম্পতির একসাথে অভিনীত পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম থেকেই এই ছবিটির অনেক বিষয়কে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। কারণ এই ছবির বেশ কিছু দৃশ্যে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। রণবীরের জুতো পরে মন্দিরে ঢোকার দৃশ্যে দর্শকরা ক্ষিপ্ত হয়েছেন। এবার পুরোনো একটি সাক্ষাতকার ভিডিও সামনে উঠে আসায় শুরু হয়েছে এক নতুন জল্পনা।
একটি সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি গো-মাংস খেতে খুব ভালোবাসেন। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। হিন্দু ধর্মাবলম্বদের কাছে গরু হল দেবতার সমান, অর্থ্যাৎ তারা গরুকে মা হিসেবে পূজো করে। হিন্দুরা গো-মাংস খাওয়াকে পাপ বলে মনে করেন। এই মাংসকে খাওয়ার কথা তারা কখনোই ভাবতে পারেন না। সেই জায়গায় রণবীরের এমন ভিডিও দেখে তার বিরুদ্ধে অনেক বড় হাতিয়ার হয়ে উঠেছে।
বর্তমানে বলিউডের সম্প্রতি আগত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বয়কটের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন – “রণবীর কাপুর গো-মাংস খেতে ভালোবাসে, আর উনি নাকি এই ব্রহ্মাস্ত্রের নায়ক”! দর্শকরা মনে করে নেই সবই বয়কট করার জন্য এই একটি কারণই যথেষ্ট। তাই সোশ্যাল মিডিয়াতে এই ছবি বয়কটের জন্য হ্যাশট্যাগ তৈরি হয়েছে।
আসলে একটি ভারতীয় পৌরাণিক কাহিনী নিয়ে বানানো হয়েছে এই ছবিটি। এখানে ভগবান শিবের চরিত্রে দেখার যাবে রণবীরকে আর তাই দর্শকরা এই গো-মাংসের ব্যাপারটা মেনে নিতে পারছেন না।
এর আগেও নেটিজেনদের একাংশ রণবীর আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ -এর ট্রেলার দেখে আপত্তি তুলেছিলেন। এই সমস্ত বিষয় নিয়ে পরিচালক অয়ন মুখার্জি জানান, ছবিতে এমন কোনও দৃশ্য নেই যা দেখে মনে হবে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। আগামী ৯ই সেপ্টেম্বর এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবং আলিয়া অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও সব জায়গায় সিনেমার প্রচার করছেন। শনিবার মুম্বাই আইআইটিতে গিয়েছিল রণবীর-আলিয়াসহ গোটা ‘ব্রহ্মাস্ত্র’ টিম। প্রচারের ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছে আলিয়া।