Skip to content

প্রশান্ত কিশোরের নির্বাচনী কৌশল বদলে দিতে পারে বাংলার নির্বাচনের ছবি

2019 সাল থেকেই Political Strategist প্রশান্ত কিশোর (ওরফে পিকে) তৃণমূলের ভোট স্ট্যাটিজি তৈরি করার দায়িত্ব নিয়েছে। প্রশান্ত কিশোরের একমাত্র লক্ষ্য 2021 এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য বাংলায় জয় দেওয়ার। প্রশান্ত কিশোর তৃণমূল দলের সবলতা দুর্বলতা ,দোষগুণ সমস্ত দিক বিচার করে তার ভোটের স্ট্যাটিজি তৈরি করেছে।

 

মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনীতির খুঁটিনাটি দিক বিচার বিশ্লেষণ করে তৃণমূলের ভোট স্ট্র্যাটিজি তৈরি করেছে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। আমরা দেখেছি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলায় ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি গুলি জনমানসে আলোড়ন ফেলেছে। এই কর্মসূচি গুলি এবারে ভোটে মাস্টার স্ট্রোক হিসেবে কাজ করতে পারে।

তৃণমূল কংগ্রেস একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে ‘দিদির দূত’ নামে।এই অ্যাপটির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসাধারণের কাছে অভাব-অভিযোগ জানবেন। এটিও একটি গেম চেঞ্জার সিদ্ধান্ত হতে পারে।

 

প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলী হিসেবে যোগদান করেন। কিন্তু তার এই রাজনৈতিক কৌশলী হিসেবে দলে যোগ দেওয়া তে তৃণমূল কংগ্রেসের অনেক নেতানেত্রীগণ অসন্তুষ্ট। পিকে ওরফে প্রশান্ত কিশোর কিছুদিন আগে ভোট স্ট্রেটিজিতে বলেছিলেন তৃণমূল দলে ভাঙ্গন ধরতে পারে। এছাড়া তিনি বিজেপি বাংলায় কতগুলি আসন পাবে সে সম্পর্কেও একটি স্ট্যাটিজি তৈরি করেন। কিন্তু তিনি এও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলে বিজেপির কার্যকলাপের কোনো প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করবেন এ বিষয়ে প্রশান্ত কিশোরের কোন সন্দেহ নেই। রুটি নিয়েও জানান বিজেপি দুই অঙ্কের সংখ্যা বেরোতে পারবে না।

 

অমিত শাহ

এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। ভোটের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। ভোটের ফল ঘোষণা হলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে কার দল কত ভারী।

Share