Skip to content

Post Office: পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম গুলিতে বিনিয়োগ করে হয়ে যান লাখপতি, দেওয়া হচ্ছে আকর্ষণীয় সুদ

যদি আপনিও সুরক্ষিত বিনিয়োগের (Investment) মাধ্যমে সুরক্ষিতভাবে মুনাফা (Profit) করতে চান তাহলে পোস্ট অফিসের যোজনাগুলি (Scheme) আপনার জন্য দারুণ লাভজনক প্রমাণিত হবে। পোস্ট অফিসের যোজনাগুলির সুদের হারে সরকার কোনরকম বদল করেনি। পোস্ট অফিসের (Post Office) যোজনা গুলিতে আপনার টাকা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। অর্থাৎ এই টাকা ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

Post office

আসুন এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের এই সমস্ত যোজনা গুলি সম্পর্কে, যার সাহায্যে আপনার টাকা তাড়াতাড়ির মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে।

১. Post Office Fixed Deposit

পোস্ট অফিসের ১-৩ বছর পর্যন্ত টাইম ডিপোজিট (TD) বা ফিক্সড ডিপোজিট(FD)- এ ৫.৫% হারে সুদ পাওয়া যাচ্ছে। যদি আপনি এর মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে আপনার টাকা প্রায় ১৩ বছরের মধ্যে দ্বিগুণ হবে। একইভাবে ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে ৬.৭% হারে সুদ পাওয়া যাবে। এই সুদের হারে টাকা বিনিয়োগ করলে আপনার টাকা প্রায় ১১ বছরে দ্বিগুণ হয়ে যাবে।

২. Post Office Savings Bank Account

পোস্ট অফিস সেভিংস ব্যাংক একাউন্টে আপনি টাকা রাখলে সেই টাকা দ্বিগুণ হতে অনেক সময় লেগে যাবে। এর কারণ হলো এতে মাত্র বার্ষিক ৪% হারে সুদ পাওয়া যায়। অর্থাৎ সেভিংস ব্যাংক একাউন্টে টাকা রাখলে আপনার টাকা দ্বিগুণ হতে প্রায় ১৮ বছর সময় লাগবে।

Post office interest rate

৩. Post office recurring deposit

পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে বর্তমানে ৫.৮% হারে সুদ দেওয়া হয়। অর্থাৎ পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে আপনি টাকা বিনিয়োগ করলে আপনার টাকা প্রায় ১২ বছরে দ্বিগুণ হবে।

৪. Post office monthly income scheme (MIS)

বর্তমানে পোস্ট অফিসে মাসিক ইনকাম যোজনাতে (MIS) ৬.৬% হারে সুদ পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে আপনার টাকা দ্বিগুণ হতে প্রায় ১১ বছর সময় লাগবে।

৫. Post Office PPF

বর্তমানে পোস্ট অফিসে Public Provident Fund যোজনাতে ৭.১% হারে সুদ দেওয়া হয়। এই যোজনা মাধ্যমে টাকা বিনিয়োগ করলে প্রায় ১০ বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে।

৬. Post office senior citizens savings scheme

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস যোজনাতে (SCSS) বর্তমানে ৭.৪% হারে সুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এতেও আপনার টাকা দ্বিগুণ হতে প্রায় ১০ বছর সময় লাগবে।

Post office investment scheme

৭. পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা

পোস্ট অফিসে বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সবথেকে বেশি হারে সুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এতে ৭.৬% হারে সুদ দেওয়া হয়। মেয়েদের জন্য শুরু হওয়া এই যোজনার মাধ্যমে আপনার টাকা দ্বিগুণ হতে ৯ বছর ৬ মাস সময় লাগবে।

৮. Post office National Savings certificate

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) এই সময় ৬.৮% হারে সুদ দেওয়া হচ্ছে। এটি একটি ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট যোজনাও বটে, যার সাহায্যে ইনকাম ট্যাক্স বাঁচানো যায়। এই সুদের হারে আপনি টাকা বিনিয়োগ করলে আপনার টাকা ১০ বছর ৭ মাসে দ্বিগুণ হয়ে যাবে।

Share