Skip to content

মাত্র 5000 টাকা বিনিয়োগ করে শুরু করুন পোস্ট অফিসের এই ব্যবসা, পাওয়া যাবে দুর্দান্ত লাভ

করোনা মহামারীতে বহু পরিবার কাজ হারিয়েছে এবং আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে। আপনিও কি তাদের মধ্যে একজন? তাহলে আপনার জন্য উপার্জনের একটি ভালো উপায় রয়েছে। মাত্র 5000 টাকা দিলেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি(Post Office Franchise) ব্যবসা শুরু করতে পারবেন।

পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি(Post Office Franchise)

পোস্ট অফিসে নিত্যদিন নতুন নতুন পরিষেবা যুক্ত হচ্ছে। সরকার পোস্ট অফিসের উপর বেশি কাজ করছে। বর্তমানে দেশে প্রায় 1.55 লক্ষ পোস্ট অফিস রয়েছে। এই পোস্ট অফিসকে কেন্দ্র করেই শুরু হতে চলেছে ব্যবসা। এবং এতে উপার্জনের ভালো উপায় রয়েছে। মানি অর্ডার, স্টাম্প ডিউটি ছাড়াও স্টেশনারি জিনিস পাঠানো যাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। তাছাড়াও পোস্ট অফিসে সেভিংস স্কিম যথেষ্ট জনপ্রিয় এবং অন্যান্য ব্যাংকের তুলনায় পোস্ট অফিস এর সুদের পরিমাণ যথেষ্ট বেশি। দিন দিন পোস্ট অফিসের প্রতি সাধারণ মানুষের আগ্রহ যথেষ্ট বাড়ছে। তাই সরকার ও নিত্যনতুন পরিষেবা যুক্ত করছে পোস্ট অফিসে। সেই কারণেই পোস্ট অফিসে দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজি(Post office franchisee)।

Post Office Franchise

পোস্ট অফিসে কত ধরনের ফ্র্যাঞ্চাইজি রয়েছে?

বর্তমানে পোস্ট অফিস দুই রকমের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। পোস্ট অফিসের এজেন্ট ছাড়াও যে কেউ ইন্ডিয়া পোস্টের(India Post) ফ্র্যাঞ্চাইজি আউটলেট নিতে পারেন। সমস্ত পরিষেবাগুলি ইন্ডিয়া পোস্ট এর মাধ্যমে পাওয়া যাবে। তবে ডেলিভারি সংক্রান্ত পরিষেবাটি থাকবে সার্ভিস ডিপার্টমেন্ট এর অধীনে। এই ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র সেই সব এলাকাতেই দেওয়া হবে যেখানে আগের থেকে কোন পোস্ট অফিস সেন্টার নেই।

পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি তে বিনিয়োগ!

এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আউটলেট খুলতে এজেন্সির থেকে কম টাকা লাগে। বেশি টাকা দিতে হয় শুধুমাত্র পোস্টাল এজেন্ট হতে গেলে। পোস্টাল এজেন্ট এর বেশি টাকা দিতে হয় কারণ এখানে স্টেশনারি ছাড়া কিছু জিনিস কেনার থাকে।

Post Office Franchise

পোস্ট অফিস খুলতে প্রয়োজনীয় শর্ত সমূহ।

যে ব্যক্তি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করছেন, তাঁর বয়স অবশ্যই ১৮ হতে হবে। তার সাথে সাথে তাকে পোস্ট অফিস খুলতে ন্যূনতম 200 sq.ft. জায়গা দেখাতে হবে। এছাড়াও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস হতে হবে। তবে যে আবেদন করছেন তার পরিবার থেকে কেউ যেন পোস্ট অফিসে আগের থেকে চাকরি না করেন।

পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি নিলে গেলে কত টাকা আয় হবে?

পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি একবার নিয়ে নিলেই বিনিয়োগকারী স্পিড পোস্ট থেকে 5 টাকা মানি অর্ডার থেকে 3-5 টাকা পেতে পারেন। এবং স্টেশনারি ও পোস্টাল স্ট্যাম্প থেকে 5 শতাংশ কমিশন পাওয়া যেতে পারে। এ ছাড়াও একাধিক পরিষেবার জন্য রয়েছে বিভিন্ন কমিশন। ইন্ডিয়া পোস্ট এর সঙ্গে আগের থেকেই ফ্র্যাঞ্চাইজি হোল্ডার এর সঙ্গে কমিশনের বিষয়টি চুক্তি স্বাক্ষরিত হবে।

Post Office Franchise

পোস্ট অফিস এর ফ্র্যাঞ্চাইজি নিতে কত সিকিউরিটি অ্যামাউন্ট প্রয়োজন?

কোন ব্যক্তি যদি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে চায় সেক্ষেত্রে তাকে 5000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। এটি করার জন্য আবেদনকারীকে ইন্ডিয়া পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে ফরম ফিলাপ করতে হবে। ফর্ম টির Pdf লিংক নিচে দেওয়া হল

https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf

Share