Skip to content

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের জেরে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা: আজকের আবহাওয়া

সোমবার থেকেই আবহাওয়ার মেজাজ বদলে গেছে। আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। কোথাও মুষলধারে বা কোথাও মাঝারি বৃষ্টিপাত চলছে তার সাথে চলছে বায়ুপ্রবাহ। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে দফায় দফায় বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে এমনই খবর এসেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি গভীর নিম্নচাপের আবহাওয়ার জন্য দায়ী। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো বাতাস।

এবং রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে। আলিপুর আব-হাওয়া দপ্তর আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়ায়, ও কলকাতাতে দফায় দফায় ভারী বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, হাওড়া ও হুগলিতে মাঝারি থেকে অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়া বুধবার পর্যন্ত চলতে থাকবে।

আবহাওয়া

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29.7°C ও 26°C। গত 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 32°C ও 26°C। আজ কলকাতার আর্দ্রতা রয়েছে 94%। বৃষ্টিপাত হয়েছে 7.0 মিলিমিটার। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের গতিপ্রকৃতি কিরকম রয়েছে জেনে নেওয়া যাক। এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ওড়িশার চাঁদবালির কাছে স্থলভাগে প্রবেশ করেছে ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে এবং তারপর রাজ্যের আবহাওয়া সামান্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Share