Skip to content

দেখে নিন ভারতের এমন ৬ টি ভূতুড়ে স্টেশন, যেখানে সূর্যাস্ত হয়ে গেলে আর কেউ পা রাখে না!

img 20221019 204746

বৈজ্ঞানিক যুগের মানুষ খুবই যুক্তিসম্মত। কিন্তু তবুও যদি অলৌকিক ঘটনা সম্বন্ধে বিষয় মাথায় আসে, তাহলে প্রত্যেকের প্রথমেই মনে আসে ভুতের কথা। ভুত আছে না নি তা নিয়ে প্রত্যেকেরই বিভিন্ন মতামত। কারোর মতে ভূত বলে কিছু হয় না। আবার কাউকে ভূতের গল্প বলতে শোনা যায় সাথে কারোর কারোর ভূতের কথা শুনলেও গা শিউরে ওঠে। তবে যারা এই অলৌকিক ঘটনাগুলিকে ভূতের কাজ নয় এই বলে এড়িয়ে যান তারা বাস্তব জীবনে নিজেরাও বেশ কিছু ঘটনার সাক্ষী হয়েছেন।

Hunted railway station

আপনারা প্রত্যেকেই জানেন ভারতীয় যাত্রীদের কাছে ট্রেনে গন্তব্যের মাধ্যম সবচেয়ে আরামদায়ক ও সহজ।  চলুন আজ এই প্রতিবেদনে আপনাদের এমন ৬ টি রেলস্টেশন সম্পর্কে কিছু ঘটনা জানাবো যেখানে অনেক অলৌকিক কার্যকলাপ অনুভব করা যায়। যদিও বিজ্ঞান এবং বিজ্ঞানী বিশ্বস্ত মানুষরা এই ঘটনাগুলিকে মেনে নেননি। তবুও জনমানুষে বিশ্বাস করেন এই রেলস্ট্রেশনগুলিতে ভুত আছে।

১) কলকাতা মেট্রো স্টেশন (Kolkata Metro Station):-

Kolkata Metro Station

বেশ বহু বছর ধরেই কলকাতার মেট্রো স্টেশন নিয়ে অনেক অলৌকিক বিষয় সামনে আসে। মেট্রো স্টেশনে শেষ মেট্রোর পরে ১০:৩০ পর স্টেশনটি একেবারে জনশূন্য হয়ে যায়। অনেকের মতে অনেক সময় ধরে বহু মানুষের মনে হয়েছে একটা ছায়া এসে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। খবর শুনতে জানা গেছে এখানে বহু মানুষ প্রাণ ত্যাগ করেছিলেন।

২) পশ্চিমবঙ্গের বেগুনকোদর রেলস্টেশন (Begunkodar railway station in West Bengal):-

Begunkodar railway station

আলোচ্য পশ্চিমবঙ্গের এই রেলস্টেশন টি ভুতের কারণে বিগত ৪২ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আজও সন্ধ্যার পর মানুষ ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। এই স্টেশন সম্পর্কে কথিত আছে, একসময় এখানের স্টেশনমাস্টার রাতে ট্র্যাকের মাঝে এক মহিলার ছায়া দেখেন এবং তার পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে এই স্টেশনটি ভুতুড়ে স্টেশন নামে পরিচিত।

৩) হিমাচল প্রদেশের বারোগ স্টেশন (Barog station in Himachal Pradesh):-

Barog station in Himachal Pradesh

বারোগ স্টেশনের পাশে ৩৩ নম্বর টানেল একটি সুড়ঙ্গ অবস্থিত। শোনা গেছে প্রায় এই স্টেশনে বিভিন্ন প্যারানরমাল কার্যকলাপ ঘটতে দেখা যায়। অনেকের দাবি, এই টানেলটির নির্মাতা ব্রিটিশ প্রকৌশলী কর্নেল বারোগ এই টানেলেই আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই লোকেরা বিশ্বাস করেন এই টানেলে তার বসবাস।

৪) অন্ধপ্রদেশের চিত্তুর স্টেশন (Chittoor station in Andhra Pradesh)

Chittoor station

অন্ধ্রপ্রদেশের বিখ্যাত স্টেশনটি ভুতুড়ে বলে বিবেচনা করা হয়। লোকেমুখে শোনা গেছে, একজন সিআরপিএফ জওয়ানকে RPF এবং TTE একসাথে প্রচুর মারধর করার পর তিনি ওখানেই মৃত্যুবরণ করেন এবং এরপর থেকেই তার আত্মা ওই স্টেশনে ঘুরে বেড়ায়।

৫) উত্তরপ্রদেশের নৈনি স্টেশন (Naini station in Uttar Pradesh)

Naini station

এখানের বাসিন্দারা জানিয়েছেন, প্রায়ই রাতের বেলা রেলস্টেশন এবং রেলপথে এখানে বেশ কিছু অদ্ভুত কান্ড ঘটে। এই স্থান নিয়ে কথিত আছে, স্টেশনের কাছে অবস্থিত একটি কারাগারে বেশ কয়েকটি মুক্তিযোদ্ধাদের উপর বহু নির্যাতন করার পর তারা মারা গিয়েছিলেন। তাই অনেকেই বলেন এই ভুতুড়ে স্টেশনে তাদের আত্মা বিরাজ করেন।

৬) পাঞ্জাবের লুধিয়ানা স্টেশন (Ludhiana station in Punjab)

Ludhiana station

এই স্টেশনের একটি কাউন্টারের নাম ভুতিয়া এবং এই স্টেশন নিয়েও অনেক অলৌকিক বিষয় সামনে এসেছে। জানা গেছে এখানে রিজার্ভেশন কাউন্টারে সুভাষ নামের এক ব্যক্তি কাজ করতেন। ওই ঘরে বসে কাজ করতে তিনি ভালবাসতেন এবং সততার সাথে কাজ করতেন। তার মৃত্যুর পর যে ব্যক্তি ওই ঘরে কাজ করেন তখনই বিভিন্ন ঝামেলা শুরু হয়। তাই এখনো অনেকেই মনে করেন তিনি তার কাজ কারো হাতে হস্তক্ষেপ করতে চান না এবং মৃত্যুর পরও ওই ঘরে তার আত্মা বিরাজ করে।

Share