বিশ্বের বড় বড় পরীক্ষায় পাশ করলেও ভারতের সবচেয়ে বড় ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হয়েছে চ্যাটজিপিটি (ChatGPT)। না, এটা কোনও ব্যাক্তির নাম নয়। এটা এমন একটি বুদ্ধিমত্তার অ্যাপ যা কৃত্রিমভাবে তৈরি এবং এই অ্যাপে সমস্ত প্রশ্নের উত্তর গচ্ছিত রয়েছে। তবে সম্প্রতি এই চ্যাটজিপিটি (ChatGPT) অ্যাপটি ব্যর্থ হয়েছে ইউপিএসসি পরীক্ষায়। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কিছুদিন আগেই এই কৃত্রিম প্রশ্ন উত্তরের অ্যাপটি (ChatGPT) ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুলে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) প্রোগ্রামের ফাইনাল পরীক্ষায় পাস করেছিল। অপরদিকে উত্তীর্ণ হয়েছে মার্কিন মেডিক্যাল পরীক্ষায়তেও। তবে বিশ্বের এত বড় বড় পরীক্ষায় পাশ করলেও ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রথম ধাপেই ব্যর্থ হয় এই অ্যাপ।
সারা বিশ্ব কাঁপিয়ে তুলেছিল এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি চ্যাটজিপিটি (ChatGPT)। বিশেষজ্ঞদের মতানুযায়ী, এই প্রযুক্তি অ্যাপে বিশ্বের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। তাই অনেকেই গুগলের (Google) থেকেও এই ChatGPT অ্যাপটিকে সবচেয়ে ভালো সার্চ ইঞ্জিন মনে করতে শুরু করেছিল। ২০২২ সালেই নভেম্বর মাসে এই অ্যাপ চালু হয়েছিল। ইতিমধ্যেই বিশ্বের দুটি বড় বড় পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছিল এই অ্যাপটি। তবে ভারতীয় ইউপিএসসির (UPSC) গন্ডি পেরোতে পারল না এই অ্যাপটি।
প্রসঙ্গত, ইউপিএসসি হল বিশ্বের সবচেয়ে অন্যতম কঠিন পরীক্ষা। জানিয়ে রাখি প্রতিবছর বিশ্বের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ নেয় এবং তার মধ্যে মাত্র ৫% উত্তীর্ণ হতে পারে। ChatGPT অ্যাপটিকে এই পরীক্ষা থেকে ১০০টি প্রশ্ন করা হয়েছিল। যেখানে অ্যাপটি মাত্র ৫৪ টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে।
কাটঅফ মার্কস অনুযায়ী এই পরীক্ষায় অ্যাপটি ৮৭.৫৮ মার্কস পেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই প্রযুক্তি ভারতীয় এই কঠিন পরীক্ষার প্রথম স্তরই উত্তীর্ণ করতে পারল না। তবে বিশেষজ্ঞদের দাবি এই অ্যাপটি অনেক সমস্যার মুশকিল আসান করতে পারে। আগামীতে এই বৈজ্ঞানিক প্রযুক্তি অনেকের কাজ কেড়ে নিতে পারে।