Skip to content

একটি ছবিতেই রয়েছে ১৬টি বাঘ, ছবি দেখে খুঁজে পাওয়া মুশকিল, আপনি পারবেন খুঁজতে ?

এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মজাদার ভিডিও দেখা যায়। আমরা কত রকমের আকর্ষণীয় ভিডিও দেখতে পাই। এছাড়াও সংবাদ পত্রিকার প্রতি সাধারণ মানুষ যাতে বেশি আকৃষ্ট হন, সেই কারণে শব্দছকও রয়েছে এবং তার প্রতি অনেক মানুষই বিশেষ ভাবে আগ্রহী। তেমনি এখন আরও অনেক ধরনের মজার খেলা দেখা যায়।

এই ইন্টারনেট দুনিয়ার এখন অপটিকাল ইলিউশন (Optical Illusion) খুবই জনপ্রিয়। অবসর সময়ে সকলেই ধাঁধার উত্তর খুঁজতে শুরু করেন। গবেষকদের মতে এর প্রভাব বেশ ভালই। এই অপটিকাল ইলিউশন চোখ এবং মাথা দুটোর ক্ষেত্রেই বেশ কার্যকর। এছাড়াও নিজের মধ্যে কর্ম ক্ষমতার বৃদ্ধি হয়। তবে এই সব অপটিকাল বানানো হয়, এগুলি বাস্তবে থাকে না। এই পরীক্ষা একাধিকের উপর নেওয়া হলেও শুধুমাত্র ১ শতাংশ মানুষ উত্তীর্ণ হয়েছে।

Optical illusion

একটি চ্যালেঞ্জও করা হয়েছে অপটিক্যাল ইলিউশন নিয়ে। শর্তানুযায়ী মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে ছবিতে কতগুলো বাঘ দেখা যাচ্ছে তা খুঁজে দেখাতে হবে। আর এই চ্যালেঞ্জের উত্তর দিতেই মরিয়া হয়ে আছেন নেটিজেনরা ১ টি, ২ টি কিংবা ১০ টি নয় বরং মোট ১৬ টি বাঘ রয়েছে এই ছবিতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Optical illusion tiger

টিকটকের একজন জনপ্রিয় স্টার এই ছবিটি পোস্ট করে নেটিজেনদের চ্যালেঞ্জ দিয়েছিলেন, যে ৪০ সেকেন্ডের মধ্যে এই ছবিতে ১৬ টি বিভিন্নভাবে লুকিয়ে থাকা বাঘ খুঁজে বের করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ছবিটি এমনভাবে সাজানো, যার ফলে সঠিক উত্তর দিতে প্রায় সবাই অক্ষম হয়েছেন। আপনি ওই চ্যালেঞ্জটি  খেলে দেখতে পারেন। যদি জিতে যান তবে নিঃসন্দেহে আপনার চোখ ও মস্তিষ্ক যথেষ্ট দক্ষ।

Share