Skip to content

কোরিয়ান ব্র্যান্ড BTS-কে ছাড়িয়ে বিশ্বে এই রেকর্ড করলেন বাংলার গর্ব তথা সুরের রাজা অরিজিৎ সিং!

img 20230119 151425

আজ সকলের কাছেই এই গায়ক “গানের জাদুকর” নামে পরিচিত। সারা বিশ্বের মতে মুর্শিদাবাদের ছোট্ট গ্রাম জিয়াগঞ্জে জন্ম নেওয়া এই ছেলেটির গলায় রয়েছে আলাদাই জাদু। তবে বিশ্ব বিখ্যাত গায়ক হওয়া সত্ত্বেও এই গায়কের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই; না আছে টাকার লোভ।

Arijit Singh ,BTS

তবুও এমন মানুষকেই যোগ্য সম্মান দেওয়া হয়নি চলতি বছরে কলকাতার মঞ্চ (Kolkata Consernt)। ইকো পার্ক থেকে তাঁর শো সরিয়ে দেওয়ার পর থেকেই চলছে তুমুল বিতর্ক। যদিও এরপর থেকে তিনি কলকাতার কোথায় গান গাইছেন সেই জায়গা নির্দিষ্টভাবে ঠিক হয়নি।

Arijit Singh

সবাই হয়তো বুঝেই গেছেন কার কথা বলা হয়েছে এখানে। তিনি হলেন সকলের হৃদয়ের গানের রাজা অরিজিৎ সিং (Arijit Shing)। তবে রাজ্যে সম্মান না পেলেও দেশ-বিদেশের মাটিতে তিনি গান গেয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছেন। এবং এর মধ্যেই সম্প্রতি ঘটে গেছে একটি আনন্দপূর্ণ ঘটনা। তিনি বিশ্বের দরবারে বাংলার মাটিকে সম্মান দিয়েছেন। গড়ে তুলেছেন দুর্দান্ত রেকর্ড।

 

সম্প্রতি অতি জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড BTS কে পিছনে ফেলে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। গ্লোবাল স্পটিফাই (Global Spotify) আর্টিস্ট চার্টে তাঁর ফলোয়ার্স সংখ্যা ছাড়িয়ে গিয়ে হয়েছে ৬ কোটি টাকা। তার জনপ্রিয়তার ধারে কাছে নেই এই BTS ব্র্যান্ড। এই তালিকায় অরিজিৎ সিং রয়েছেন ষষ্ঠ স্থানে।

Arijit Singh

এই খবর পাওয়া মাত্রই তার বাংলার ভক্তরা আনন্দে মাতোয়ারা। নেটিজেনরা তাকে তার সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি শাহরুখ (Sharukh) ও দীপিকার (Deepika) পাঠান সিনেমায় তার গাওয়া গান “ঝুমে জো পাঠান” (Jhoome Jo Pathan) মুক্তি পেয়েছে। যা ইতিমধ্যেই প্রত্যেকে প্লে-লিস্টের অন্যতম পছন্দের গান হয়ে উঠেছে। আশা করা যাচ্ছে, আগামী দিনে ছোট্ট জিয়াগঞ্জের এই ছেলেটা বিশ্বের দরবারে বাংলার নাম এগিয়ে নিয়ে যাবে।

Share