2015 সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্যোগে ‘প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা (PMAY) নামক প্রকল্পের শুরু করা হয়। এই প্রকল্পের অধীনে কুড়ি বছর মেয়াদের গৃহঋণে 6.5% পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা নিতে আধার (aadhaar) নম্বর থাকা বাঞ্ছনীয়। আধার কার্ড থাকলেই আপনি অনলাইনে এই প্রকল্পের জন্য ফরম ফিলাপ করতে পারবেন। অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ 22 শে মার্চ 2022।
*•PMAY প্রকল্পের বিস্তারিত তথ্য।*
এই প্রকল্পের সুবিধা পেতে আপনাকে নিজের পরিচয় পত্র স্বরূপ আধার নম্বর দিতে হবে। এছাড়া ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর জেরক্স দেওয়া যেতে পারে।
এছাড়া যদি আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের হন সেক্ষেত্রে আপনার উক্ত নথির প্রমাণের প্রতিলিপি লাগবে।
এছাড়া আবেদনকারীকে ইনকাম সার্টিফিকেট অথবা আয়কর রিটার্নের স্লিপ দিতে হবে। তার সাথে আপনার যে ফাঁকা বাড়ি নেই তার প্রমাণস্বরূপ শংসাপত্র প্রদান করতে হবে।
*•PMAY এ কিভাবে আবেদন করবেন?*
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে আপনাকে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। এটি আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল এর দ্বারা করতে পারেন। এছাড়াও সরকারের তরফ থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, সেটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই প্রকল্পের আবেদন করতে পারেন।
অ্যাপ অথবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় সমস্ত আপনার ডিটেইলস পূরণ করে এই প্রকল্পের অধীন এ আসতে পারবেন।