Skip to content

অত্যন্ত সহজ পদ্ধতিতে এবার ATM থেকে কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা! দেখে নিন পদ্ধতি 

img 20230412 200338

আমরা প্রত্যেকেই ডেবিট কার্ড (Debit Card) ব্যবহার করে এটিএম (ATM) মেশিন থেকে টাকা তুলি। তবে আপনি কি জানেন এখন টেকনোলজি দ্রুত উন্নত হওয়ার ফলে বিনা ডিবিট কার্ড ছাড়াও এটিএম (ATM) মেশিন থেকে টাকা তোলা সম্ভব (It is possible to withdraw money from an ATM machine without a debit card)।

ATM

অনেকেই রাস্তায় ভুলবশত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেন। তাই আপনি যদি ডেবিট কার্ড (Debit Card) নিয়ে রাস্তায় চলাফেরা করতে না চান কিংবা ভুলবশত এটিএম কার্ড (ATM Card) বাড়িতে ফেলে আসেন তাহলে আর চিন্তার কারণ নেই। কারণ এখন এটিএম কার্ড (ATM Card) ছাড়াই আপনি প্রয়োজন মতো  টাকা তুলতে পারবেন।

ATM

যদি আপনি পেটিএম (Paytm), ফোন পে (Phone Pay), অ্যামাজন পে (Amazon Pay), গুগাল পে (Google Pay), ভিম (Vim) ইত্যাদি ইউপিআই (UPI App) অ্যাপসমূহ ব্যবহার করে থাকেন তবে এবার থেকে ডেবিট কার্ড (Debit Card) ছাড়াই এটিএম মেশিন (ATM Machine) থেকে টাকা তুলতে পারবেন। তবে ইউপিআই অ্যাপের (UPI App) মাধ্যমে কার্ডলেস (Cardless) টাকা তোলার সুবিধা সব ব্যাঙ্কে উপলব্ধ নয়। অর্থাৎ  কিছু কিছু ব্যাংক (Bank) যেমন-স্তে ব্যাংক অফ ইন্ডিয়া (Stay Bank Of India), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Panjab National Bank), এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC) এই সুবিধা পাওয়া যাবে।

জেনে নিন কিভাবে ইউপিআই এর মাধ্যমে ATM থেকে কার্ডলেস টাকা তুলতে পারবেন (Know how you can withdraw cardless money from ATM through UPI):- 

ATM barcode scanner

১) ATM মেশিনের স্ক্রিনে Withdrawal বিকল্পটি নির্বাচন করতে হবে।

২) তারপর ইউপিআই (UPI) অপশনটি নির্বাচন করবেন।

৩) একটি QR Code দেখতে পাবেন।

৪) ফোন UPI অ্যাপ খুলে QR কোডটি স্ক্যান করবেন।

৫) এরপর কত টাকা তুলবেন সেই নির্দিষ্ট পরিমাণের টাকার অঙ্কটি লিখতে হবে আপনাকে (একেবারে ৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন)।

৬) তারপর UPI পিন এন্টার করে প্রসিডে ক্লিক করলেই ATM মেশিন থেকে Cash বেরিয়ে আসবে।

ATM new rules

উল্লেখ্য যে, UPI এমন একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম যা এক ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংক একাউন্টে তৎক্ষণাত টাকা পাঠানোর সুবিধা প্রদান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইউপিআই এর মাধ্যমে আপনি ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় টাকা পাঠাতে পারেন। UPI এর মাধ্যমে একাধিক UPI অ্যাপের সাথে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারে।

Share