Skip to content

Uidai নতুন নিয়ম! এবার বাড়িতে বসেই আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন মোবাইল নম্বর

  • by

আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা বহুদিন আগে আধার কার্ড (Aadhar card Uidai) তৈরি করেছেন এবং তখন একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন। হয়তো অনেকেরই সেই মোবাইল নম্বর বর্তমানে চালু নেই।কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটি কে সক্রিয় অবস্থায় থাকা অত্যন্ত জরুরী। কারণ আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে আপনি অনেক সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে মোবাইল নম্বর আপডেট করতে এতদিন আপনারা হয়তো আধার সেন্টার এর যেতেন। তবে এবার থেকে এক নতুন সুবিধা দেওয়া হল।

বাড়িতে বসে এখন থেকে একজন পিয়ন এর মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারেন। এইরকমই টুইট করে জানিয়েছে The Unique Identification Authority of India (UIDAI)।

Uidai Aadhaar cardAadhar card mobile number link
The Unique Identification Authority of India (UIDAI) এর CEO ডক্টর সৌরভ গর্গ জানান, ‘UIDAI আধার সম্পর্কিত পরিষেবাগুলি কে সহজ ও দ্রুততর করতে সদা সচেষ্ট। তারই অংশ হিসেবে পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবক দের মাধ্যমে জনসাধারণের দোরগোড়ায় মোবাইল নম্বর আপডেটের সুবিধা আনা হলো।শুধু মোবাইল নাম্বার আপডেট প্রক্রিয়ায় নয় আরও বেশ কিছু আপডেট এর পরিষেবা বাড়িতে বসেই পেয়ে যাবেন জনসাধারণ।’ UIDAI এর পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের 31 শে মার্চ পর্যন্ত ভারতের 128.99 কোটি নাগরিকের আধার কার্ড ইস্যু করা হয়েছে।

India post payment Bank (IPPB) এর 650 টি শাখার প্রায় 1.46 লক্ষ্য পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবক কে এই কাজে নিয়োগ করা হবে। শুরুতে কেবল মোবাইল আপডেট প্রক্রিয়া পরিষেবার সুযোগ মিলবে ও তারপর ধীরে ধীরে চাইল্ড এনরোলমেন্ট পরিষেবা চালু হবে। এই পরিষেবা খুব শিঘ্রই চালু হতে চলেছে।

Share