বর্তমানে রেশন কার্ড এর (Ration card) গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে। রেশন কার্ডের মাধ্যমে রাজ্যবাসী তথা দেশবাসী রেশন সামগ্রী অত্যন্ত কম মূল্যে পেয়ে থাকে। এমন অনেক মানুষ আছে যাদের রেশন কার্ড নেই। এর জন্য তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়। আজ আমরা আপনাদের জানাব কিভাবে রেশন কার্ড এর জন্য আবেদন করবেন এবং রেশন কার্ড হাতে পাবেন।
রেশন কার্ড (Ration Card) আবেদন করার পদ্ধতি।
1• রেশন কার্ডের পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে নিকটবর্তী রেশন কার্ড কার্যালয়ে অথবা রাজ্যের খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে।
2• আপনি যে রাজ্যের বাসিন্দা তার ভিত্তিতে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করুন।
3• রেশন কার্ড সাধারনত দুই ক্যাটাগরির হয়ে থাকে। একটি হলো দরিদ্রসীমার নিচে (BPL) এবং অন্য কোন লোক দারিদ্র সীমার উপরে (APL) রেশন কার্ড।
4• আপনি আপনার ক্যাটাগরি এর ভিত্তিতে https://nfsa.gov.in/portal/apply_ration_card ওয়েবসাইট থেকে আবেদন করুন।
5• রেশন কার্ড এর জন্য নির্দিষ্ট ফরম ফিলাপ করে আবেদন করার সাথে সাথে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস দিতে হয়। BPL রেশন কার্ডের জন্য আবেদন করে থাকলে ইনকাম প্রুফ দিতে হয়।
6• এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি নথি ব্যবহার করে রেশন কার্ড বানানো যায়।
7• আবেদন পত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে নিকটবর্তী কার্যালয়ে জমা দিন। সরকারি অফিসার রা আপনার আবেদন ভালো করে যাচাই করবেন। আপনার আবেদন পত্র সফলভাবে যাচাই করা হয়ে গেলে 15 দিনের মধ্যে আপনার বাড়িতে রেশন কার্ড পৌঁছে যাবে।