সাধারণ মানুষের জন্য রেশন কার্ড (Ration Card) অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি। আমাদের রেশন কার্ডে অনেক সময় নানা রকম ত্রুটি থাকে। সেই ত্রুটিগুলি সংশোধন করতে হয়।অথবা অনেক সময় রেশন কার্ড হারিয়ে গেলে আমাদের এর ডুপ্লিকেট কপি তৈরি করতে হয়, অথবা নতুন রেশন কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে আমাদের দেশ ডিজিটাল ইন্ডিয়া এর দিকে এগোচ্ছে। তাই এই সমস্ত কাজ গুলি আপনি খুব সহজেই আপন করে নিতে পারবেন। এখন আপনি আপনার নিকটতম CSC অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে রেশন কার্ড সম্পর্কিত একাধিক পরিষেবা অ্যাক্সেস করতে পারেন। ডিজিটাল ইন্ডিয়া একটি টুইট করে বিষয়টিকে বিস্তারিত ব্যাখ্যা করেছে।
ডিজিটাল ইন্ডিয়া(Digital India) তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছে যে, ‘কমন সার্ভিস সেন্টার সুবিধা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রনালয়ের অধীন খাদ্য ও সর্বজনীন বিতরণ বিভাগের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে, সারা দেশে 3.70 লাখ CSC- এর মাধ্যমে রেশন কার্ড পরিষেবা উপলব্ধ করা হবে। এই অংশীদারিত্ব সারা দেশে 23.64 কোটিরও বেশি রেশন কার্ডধারীদের উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। আসুন সমস্ত প্রক্রিয়াটি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি দেওয়া হবে (Ration Card)
1. কমন সার্ভিস সেন্টারের(CSC) মাধ্যমে রেশন কার্ডের (ration card) বিবরণ আপডেট করা যাবে।
2. এখান থেকে আধার সিডিংও(aadhar seeding) করা যায়।
3. এই পরিষেবার মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের ডুপ্লিকেট প্রিন্টও পেতে পারেন।
4. আপনি রেশনের প্রাপ্যতা সম্পর্কেও জানতে পারেন।
5. রেশন কার্ড হারিয়ে গেলে নতুন রেশন কার্ডের জন্যও আবেদন করা যাবে।
6. আপনি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে রেশন কার্ড সম্পর্কিত অভিযোগও করতে পারেন।
.@CSCegov_, under the @GoI_MeitY has signed a MoU with the @fooddeptgoi to enable ration card services through 3.70 Lakh CSCs across the country. The partnership is expected to benefit over 23.64 crore ration card holders across the country. pic.twitter.com/OIbutQClC3
— Digital India (@_DigitalIndia) September 16, 2021