যাত্রীদের সুবিধার জন্য প্রতি মাসে ভারতীয় রেলওয়ে তরফ থেকে অনেক নিয়মের পরিবর্তন হয়েছে। যাত্রাপথে যাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই ব্যাপারে সবসময়ই খেয়াল রাখেন ভারতীয় রেলওয়ে (Indian Railway)। তবে তা সত্ত্বেও যাত্রীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অভিযোগ আসতে থাকে রেল কর্তৃপক্ষের কাছে, এবার ভারতীয় রেল সেইসবের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া শুরু করছে।
সম্প্রতি, ভারতীয় রেলওয়ের (Indian Railway) তরফ থেকে মহিলাদের সুরক্ষার (New steps are being taken to protect women on train journeys) জন্য বেশি করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। যাতে ট্রেনে যাতায়াত করার সময় সকল মহিলারা সুস্থভাবে যাত্রা করতে পারেন সেদিকেই লক্ষ্য রাখছে রেল কর্তৃপক্ষ। তবে শুধু মহিলাদের জন্য নয় সিনিয়র সিটিজেনদের জন্যও বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ (Railway Authority)।
বহু ক্ষেত্রে দুষ্কৃতিদের আক্রমণ ট্রেন যাত্রায় নারীদের অসুবিধা হয়। তবে এবার আশা করা যাচ্ছে এই দুর্ঘটনার সুযোগ কিছুটা হলেও কমতে পারে। মহিলাদের উপর ঘটে যাওয়া একটি দুর্ঘটনা থেকে অভিভূত হয়ে রেল প্রটেকশন ফোর্স এই ধরনের সমস্ত অপরাধ ঠেকাতে একটি নতুন ডাটাবেস তৈরি করেছেন।
লক্ষ্য রাখা হচ্ছে, যাতে ট্রেন চলাচলের সময় ট্রেনের কর্মচারীরা ছাড়া যাতে কেউ এই মহিলাদের কম্পার্টমেন্টগুলিতে উঠতে না পারেন। সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। অন্যান্য কেউ যদি এই কামরায় উঠে যান তবে তাকে ওয়েল কর্তৃপক্ষের কাছে নথিপত্র দেখাতে হবে। তবে এখানেই শেষ নয় মহিলাদের সুরক্ষার জন্য আরও একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবার থেকে নারীদের সুরক্ষা ও সুবিধার জন্য ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্টেশন গুলির উপর নজর রাখা হবে এবং এইভাবেই রেল কর্তৃপক্ষ দুষ্কৃতিদের পরিলক্ষিত করতে পারবে। ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে এই নিয়মটি যদি ভালোভাবে মেনে চলা হয় তবে ভারতীয় মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই নিয়মটি সত্যিই প্রসংশনীয়।