কেন্দ্র এবং রাজ্যের যে কোনো সুযোগ-সুবিধা লাভ করার জন্য বর্তমানে আধার কার্ড(aadhaar card) একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে যে কোন ক্ষেত্রে যে কোন কাজে আধার কার্ড প্রয়োজন। এখন আপনি এই আধার কার্ডের মাধ্যমে খুব সহজেই পার্সোনাল লোন (personal loan) পাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক থাকে এবং আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে বাড়তি কোনো কাগজপত্র ছাড়াই সহজেই পার্সোনাল লোন পেয়ে যাবেন। এখন জেনে নেওয়া যাক কিভাবে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন (instant personal loan) পেতে পারেন এই আধার কার্ডের মাধ্যমে।
• যে ব্যাংক থেকে আপনি লোন নেবেন সেই ব্যাংকের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং লগইন করতে হবে।
• আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আধার এর সমস্ত তথ্য যেন নির্ভুল এবং আপডেট থাকে।
• ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কোন কাগজপত্র প্রয়োজন পড়বে না, শুধুমাত্র e-kyc করতে হবে।
• আপনার দ্বারা ডাউনলোড করা অ্যাপ এ লোন সেকশনে গিয়ে ‘Personal loan’ অপশনে ক্লিক করতে হবে।
• তারপর লোন পাওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া (eligibility criteria) রয়েছে সেগুলি চেক করুন।
• সবকিছু ঠিকঠাক থাকলে ‘apply now’ অপশনে ক্লিক করুন এবং এটি করলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
• আবেদন করার পর ব্যাংক এর তরফ থেকে আপনার কাছে একটি ফোন আসবে। ব্যাংক কর্মীরা আপনার সমস্ত তথ্য যাচাই করে আপনার লোন অ্যাপ্রুভ করে দেবেন এবং আপনার একাউন্টে লোনের টাকা ক্রেডিট হয়ে যাবে।
লোন নেওয়ার কিছু শর্ত রয়েছে সেগুলো জেনে নেওয়া যাক।
• আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
• আবেদনকারীর বয়স নূন্যতম 23 বছর হতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই কোন বেসরকারি সংস্থা অথবা বহুজাতিক সংস্থায় কর্মরত হতে হবে।
• আবেদনকারীর ন্যূনতম আয় থাকতে হবে।
• আবেদনকারীর CIBIL Score বা Credit Score যথাযথ ও ঠিকঠাক থাকতে হবে।