সালমান খান (Salman Khan) শুধুমাত্র বলিউডের একজন অভিনেতা নন, তিনি হলেন একজন ব্র্যান্ড। আজ সেই ভাবে প্রচুর সিনেমায় অভিনয় না করলেও সালমান খানের সিনেমা মানেই বক্স অফিস হিট। ভাইজানের সংলাপ বা স্টাইল নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সারা ভারতবাসীর কাছে। প্রতিবছর ঈদের সময় ভাইজান একটি করে সিনেমা হলেও উপহার দেন নিজের ভক্তদের যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সালমান খানের ভক্তরা।
অভিনয় করার পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। কয়েক কোটি টাকার মালিক হলেও তিনি নিজের পরিবারের সঙ্গে একসাথে থাকতে ভালোবাসেন। বাবা মা’র সঙ্গে আজও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন ভাইজান। মুম্বাইয়ের এই ১ বেডরুম ফ্ল্যাটে কোটি টাকার মালিক সালমান খান (Salman Khan) জীবন অতিবাহিত করেন বেশ সাদামাটা ভাবে।
আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?
বিগত ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে অভিনয় করে আজ সালমান খানের (Salman Khan) মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৫০ কোটি টাকা। প্রতিমাসে প্রায় ১৬ কোটি টাকা আয় করেন এই অভিনেতা। বার্ষিক আয় প্রায় ২২০ কোটি টাকা। ৫৭ বছর বয়সী এই অভিনেতা প্রতিটি ব্যান্ডের প্রচারের জন্য নেন ৬ থেকে ৭ কোটি টাকা।
তবে নিজের আয়ের বেশিরভাগ তিনি দান করে দেন তার এনজিও সংস্থা বিয়িং হিউম্যান (Being Human) ফাউন্ডেশনে। সাধারণ মানুষের চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কয়েক কোটি টাকা অনায়াসে দান করে দিতে বিন্দুমাত্র চিন্তা করেন না সালমান খান। তবে এটা সত্যি, সাদামাটা জীবন অতিবাহিত করলেও সালমান খানের (Salman Khan) কাছে আছে একাধিক নামিদামি গাড়ির কালেকশন। মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে অডি এমনকি রোলস রোয়েস মত বিশ্ব সংস্থার গাড়ি রয়েছে ভাইজানের কাছে।
আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে
প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে “টাইগার থ্রি” (Tiger 3)। আরো বেশ কিছু ছবি শুটিং চলছে, যা, শীঘ্রই আসবে বড় পর্দায়।