দিন দিন করোনা ভয়ঙ্কর রূপ সামনে আসছে । দেশ তথা রাজ্যের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিয়ন্ত্রণ বিধি জারি করল। এক কথায় অনিয়ন্ত্রিত কালের জন্য আংশিক লকডাউন ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফ থেকে। আসুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের থেকে জারি করা নির্দেশিকা তে কি কি বলা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য সিনেমা হল ,শপিং মল ,জিম, সুইমিং পুল, স্পোর্টিং কমপ্লেক্স,স্পা, বিউটি পার্লার এবং রেঁস্তরা বন্ধ রাখতে হবে।
সমস্ত ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশিকা আগে বিয়ে বাড়ি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মূল বিষয় হলো যে প্রত্যেকদিন সকাল 7 টা থেকে 10 টা এবং বিকেল 3 টে থেকে 5 টা পর্যন্ত বাজার খোলা থাকবে। অর্থাৎ প্রত্যেকদিন মোট 5 ঘন্টা করে হাট বাজার খোলা থাকবে। তবে জরুরী পরিষেবা যেমন ওষুধ মুদিখানা দোকান এইগুলি আংশিক লকডাউন এর বাইরে থাকবে। অর্থাৎ এই সব দোকানগুলো খোলা থাকবে।
বাংলার অবস্থা প্রতিদিন খারাপ হয়ে চলেছে। করোনা সংক্রমণ প্রতিদিন নতুন রেকর্ড করছে। এছাড়াও দৈনিক মৃত্যুর হারও বেড়ে চলেছে। তবে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ লকডাউনের বিরোধী তাই পরিস্থিতিকে সামান্য নিয়ন্ত্রণ করার জন্য আংশিক লকডাউনের পথেই হাঁটলো নবান্ন। এই আংশিক লকডাউন কার্যকর না হলে পরে ভাবনাচিন্তা করা হবে সম্পূর্ণ লকডাউন এর বিষয়। তাই রাজ্যবাসীকে সম্পূর্ণ বিধি নিষেধ কঠোরভাবে মানতে অনুরোধ করা হয়েছে, যাতে রাজ্যে সম্পূর্ণ লকডাউন না করতে হয়।
অন্যদিকে আগামী 2 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। তবে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে বিজয় মিছিল নিষিদ্ধ করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নানা বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।