Skip to content

স্বাভাবিক মৃত্যু নাকি ষড়যন্ত্র? দেখুন ৫ জন ভারতীয় নেতা যাদের মৃত্যুর রহস্য আজও অজানা

ভারতীয় রাজনীতিতে অনেক রহস্যজনক ঘটনা ঘটে গেছে। যেসব রহস্যজনক ঘটনা গুলির মধ্যে একটি হলো বিখ্যাত নেতাদের রহস্যজনক মৃত্যু। আশ্চর্যের বিষয় এই মৃত্যুর রহস্য আজও গোপন। তো চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কারা রয়েছেন।

Lal Bahadur Shastri

• লাল বাহাদুর শাস্ত্রী (Lal Bahadur Shastri)।

লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তার মৃত্যু নিয়ে অনেক তত্ত্ব আছে কিন্তু সত্যটা কেউ আজও জানতে পারেনি। সরকারি নথি অনুসারে, তাসখন্দ চুক্তিতে(Tashkent Agreement) স্বাক্ষর করার সময় তিনি 1966 সালের 11 জানুয়ারি মারা যান। যদিও মৃত্যুর আসল কারণ এখনও গোপন।

Sanjay Gandhi

• সঞ্জয় গান্ধী (Sanjay Gandhi)।

ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী এরোপ্লেন ওড়ানোর শৌখিন ছিলেন। তিনি 23 জুন 1980 দিল্লিতে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। দুর্ঘটনায় বিমানটি পুড়ে যায়নি বা বিস্ফোরিত হয়নি। এমতাবস্থায় হত্যার তত্ত্ব দেয়া হলেও সত্য এখনো বেরিয়ে আসেনি।

Netaji

• নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)।

কথিত আছে 1945 সালের 18 আগস্ট সুভাষ চন্দ্র বসু একটি জাপানি বিমানে যাত্রা করছিলেন। এরপর বিমানটি মাঝপথেই বিধ্বস্ত হয়। এটাই নেতাজির মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু সরকার তার মৃত্যুর কোনো সঠিক প্রমাণ পায়নি।

Pandit Deendayal Upadhyay

• পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (Pandit Dindayal Upadhyay)।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 11 ফেব্রুয়ারি 1968 সালে উত্তরপ্রদেশের মুঘল সরাইতে ট্রেন যাত্রার সময় মারা যান। তার মৃত্যু ছিল খুবই রহস্যজনক। এই বিষয়ে অনেক তত্ত্ব আছে।

Shamyaprasad Upadhyay

• শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad mukharji)।

শ্যামাপ্রসাদ মুখার্জিকে হাসপাতালের ডাক্তার তাকে সেই ওষুধ দিয়েছিলেন যেটিতে তার অ্যালার্জি ছিল। চিকিৎসক ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন বলে অভিযোগ ওঠে। অটল বিহারী বাজপেয়ী এটাকে ‘নেহেরু কৌশল’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু প্রকৃত সত্য আজও রহস্যই রয়ে গেছে।

Share