Skip to content

বাংলা সহ এই রাজ্যে আসছেন Narendra Modi, করা হবে একাধিক প্রকল্পের উদ্বোধন

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলে প্রস্তুতি চলছে জোর কদমে। পশ্চিমবঙ্গ ছাড়াও নির্বাচন শুরু হবে প্রতিবেশী রাজ্য অসমে। পশ্চিমবঙ্গ ও অসম দুই রাজ্য সফরে আজ অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী Narendra Modi  আসতে চলেছেন।

 

 

প্রধানমন্ত্রির অসম রাজ্যে আসার খবরে অসম এর মানুষ অত্যন্ত খুশি। চারিদিকে প্রস্তুতি জোর কদমে। অসহায় মানুষের এই আনন্দ দেখে প্রধানমন্ত্রী খোদ টুইট করে জানান, ‘অসমের মানুষের এত উৎসাহ দেখে আমি আনন্দিত অসমে যাওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি।’
এছাড়াও অসম এর মানুষজন মোমবাতি জ্বালিয়ে মোদীর নাম লিখে রেখেছেন।

 

•প্রধানমন্ত্রীর অসম সফরের কর্মসূচি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সনিৎপুর এ দুটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এছাড়াও তিনি ‘অসম মালা’ প্রোগ্রাম এর সূচনা করবেন।
অসম মালা প্রোগ্রাম এর ফলে অসম রাজ্যের সড়ক ব্যবস্থার উন্নতি ঘটবে বলে জানানো হয়েছে। জেলা সড়ক ও হাইওয়ে এর মধ্যে সংযোগ রক্ষা এর ভূমিকা পালন করবে এই অসম মালা প্রোগ্রাম।

 

Narendra Modi

 

•প্রধানমন্ত্রির পশ্চিমবঙ্গ সফরের কর্মসূচি।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিকেল চারটেয় হলদিয়া জনসভায় বক্তব্য দেবেন। তারপর প্রধানমন্ত্রী 4:45 থেকে হলদিয়াতে বেশকিছু প্রকল্পের শুভারম্ভ করবেন। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকারও খবর আছে। প্রসঙ্গত উল্লেখ্য প্রটোকল অনুযায়ী এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকা বাঞ্ছনীয়।

Share