Skip to content

নীতা আম্বানির এমন ৬ টি ব্যায়বহুল সখ, যা সাধারণ মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না!

img 20220924 065752

ভারতের ও এশিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ধনীগত দিক দিয়ে এবং বিশাল ব্যবসায়ী হিসাবে বর্তমানে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছেন। শুধু তাই নয় গোটা পৃথিবীতে মোট ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে তিনি ৭ নম্বরে অবস্থান করেন। এছাড়াও তিনি তার বিলাসবহুল জীবনযাপন এবং ব্যবসা নিয়ে সব সময় খবরের শিরোনামে থাকেন। পৃথিবীতে প্রায় সমস্ত দামি জিনিসপত্র আম্বানির কাছে রয়েছে। বাড়ি থেকে শুরু করে গাড়ি, প্রাসাদ, প্রাইভেট জেট সবকিছুই।

Mukesh Ambani with Nita Ambani

তবে মুকেশ আম্বানির থেকেও তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) সবসময় আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠেন। তিনি শুধুমাত্র সামাজিক কাজকর্ম এবং ব্যবসার জন্য মুখ্য বিষয় হয়ে ওঠেন না পড়ন্ত তিনি অতিরিক্ত বেশি লাক্সারি লাইফস্টাইল জীবনযাপন করার জন্য আলোচনার বিষয় হয়ে থাকেন। এই প্রতিবেদনে আম্বানির ৬ টি দামি শখের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হলো।

১) হাতের ব্যাগ (Hand Bag)

Nita Ambani

আপনারা হয়তো অনেকেই জানেন নীতা আম্বানি তার দৈনন্দিন জীবনে অনেক ব্যয়বহুল জিনিসপত্র ব্যবহার করেন। আর সেগুলির মধ্যে তার হ্যান্ড ব্যাগ হলো অন্যতম। নিতা আম্বানি যখনই কোন পার্টি বা অনুষ্ঠানে যান, তখনই তার হাতে দেখা যায় নতুন নতুন হ্যান্ড ব্যাগের কালেকশন। এই পার্স কালেকশনের মধ্যে চ্যানেল, গয়ার্ড এবং জিমি চুর-এর মতো বিশাল দামি ব্র্যান্ডেগুলি রয়েছে।  হ্যান্ড ব্যাগগুলির দাম ৪ লক্ষ টাকা কিংবা তারও অধিক হতে পারে।

২) চা (Tea)

Nita Ambani

প্রত্যেক মানুষেই চা -এর ভক্ত। সকাল বিকেল এক কাপ করে চা না খেলে কারোর ক্লান্তি দূর হয় না। নিতা আম্বানিরও এমন অভ্যাস রয়েছে। তবে নীতা আম্বানি যেহেতু বিলাসবহুল জীবন যাপন করেন তাই তিনি আমাদের মতন সাধারণ চা খান না। তিনি প্রতিদিন চাটি জাপানের ক্রোকারিজ ব্র্যান্ডের ৩ লক্ষ টাকার চা পান করেন

৩) শাড়ি (Saree)

Nita Ambani with saree

আমরা প্রায় দেখতে পাই নিতা আম্বানিকে ট্র্যাডিশনাল শাড়িতে। তিনি ওয়েস্টার্ন পোশাক করতে থেকেও বেশি শাড়ি পড়তে পছন্দ করেন। তার কালেকশনে এমন দামি সুন্দর সুন্দর শাড়ি রয়েছে যা তাকে অনেক ইভেন্টে পড়তে দেখা যায়। খবর সূত্রে জানা গেছে নীতা আম্বানি তার ছেলে আকাশ আম্বানির বিয়েতে যে শাড়ি গুলি পড়েছিলেন তার এক একটি দাম ছিল ৪০ লক্ষ টাকা।

৪) জুতো (Shoes)

Nita Ambani's shoe

নীতা আম্বানি স্টাইলিশ জুতো পড়তে খুবই পছন্দ করেন। পেড্রো, গার্সিয়া, জিমি চু, পেলমোদা, মার্লিনের মতো  ব্র্যান্ডের জুতোর কালেকশন তার কাছে বর্তমান। তার এক একটি জুতার দাম ৫ লক্ষ টাকা থেকে শুরু হয়। তবে শোনা গেছে তিনি যে জুতো একবার পড়েন তার দ্বিতীয়বার রিপিট করেন না।

৫) ঘড়ি (Watch)

Nita Ambani's watch

প্রতিটি অনুষ্ঠানে নীতা আম্বানিকে সুন্দর সুন্দর ঘড়ি পড়তে দেখা যায়। বুলগারি, কার্টিয়ার, রাডো, গুচি, ক্যালভিন এবং ফসিলের মতো ব্র্যান্ড তার ঘড়ির কালেকশনে রয়েছে। এই এক একটি ঘড়ির দাম প্রায় ১.৫ লাখ থেকে ২ লাখ পর্যন্ত।

৬) গাড়ি (Car) :-

Nita Ambani with her luxurious car

নীতা আম্বানি তার ব্যয়বহুল জীবনে দামি দামি গাড়ি ব্যবহার করেন যার মধ্যে সবগুলি কালেকশনের গাড়ির দাম শুরু হয় ১০ কোটি টাকা থেকে।

Share