Skip to content

অর্থনৈতিক দিক থেকে আমেরিকা চীন কেও টেক্কা দেবে ভারত, কীভাবে? পদ্ধতি জানালেন মুকেশ আম্বানি

এবার ভারত বর্ষ হবে আমেরিকা ও চীনের মতো এক ধনী দেশ। ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এরকমই আভাস দিলেন। তার মতে কয়েকটি আইডিয়া মেনে চললেই ভারত ও আমেরিকা ও চীনের মতো ধনীতম দেশ হয়ে উঠবে। গত তিন দশকে ভারতের GDP বহু গুন বেড়েছে।এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ সে কথাও জানিয়েছেন রিলায়েন্স এর কর্ণধার মুকেশ আম্বানি। এটাই সময় ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। কোন কোন আইডিয়ার কথা মুকেশ আম্বানি জানিয়েছেন আসুন জেনে নেওয়া যাক।

ভারতের অর্থনৈতিক সংস্কারের ফায়দা সমাজের সকল শ্রেণীর মানুষদের ওপর পড়ে নি। তাই ভারতে অর্থনীতির মডেল এমন হওয়া উচিত যাতে দরিদ্র শ্রেণীর মানুষ ও উপকৃত হতে পারেন। এছাড়াও তিনি আরো জানান যে আগামী 30 বছর পৃথিবীতে যা পরিবর্তন আসতে চলেছে তা গত 300 বছর ও আসেনি। ভারত প্রথম শিল্প বিপ্লবের সুযোগ নিতে পারেনি। তবে তৃতীয় শিল্প বিপ্লবের সফল হয়েছিল।এবার সময় এসেছে চতুর্থ শিল্প বিপ্লবের নেতা হওয়ার। ভারত প্রযুক্তির উন্নতি ঘটিয়ে ভবিষ্যতে অনেক উন্নতি করবে এই রকমই আশা প্রকাশ করেছেন রিলায়েন্স জিও এর কর্ণধার।

Mukesh Ambani

Mukesh Ambani
সম্পদ সম্পর্কে আমাদের যে ধারণা সে ধারণা আমাদের বদলাতে হবে এই রকমই আবেদন করেছেন জনসাধারণের কাছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) । যেহেতু এতদিন সম্পদ সম্পর্কে মূলত ব্যক্তিগত অর্থনৈতিক আকারেই ধরা হয়েছে। তবে এবার আমাদের সমষ্টিগত সম্পদ এর উপর জোর দিতে হবে। সকলের জন্য শিক্ষা,স্বাস্থ্য, রোজকার সহ একাধিক উন্নয়নের প্রয়োজন।সকল মানুষ এই সমস্ত অধিকার সঠিকভাবে পেলে দেশের উন্নতি হবে। তখন এর প্রভাব বাণিজ্যের উপর পড়বে। এই ভাবেই ব্যবসা-বাণিজ্যের প্রকৃতি পরিবর্তন করতে হবে।এছাড়াও সুপরিকল্পিতভাবে আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলা রিলায়েন্স জিও এর কর্ণধার এর আসা।

Share